
টাঙ্গাইল, ২৫ মার্চ, এবিনিউজ : কালিহাতে প্রশাসনের উদ্যোগে ২৫ মার্চ রাতে নিরস্ত্র বাঙালিদের ওপর পাকিস্থান হানাদার বাহিনী যে বর্বর গণগত্যা চালিয়েছিল তার স্মরনে গণগত্যা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ রবিবার উপজেলা হল রুমে আলোচনা সভা আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুছাম্মŤ শাহীনা আক্তারের সভাপতিত্বে ব্ক্তব্য রাখেন, এমপি হাছান ইমাম খান সোহেল হাজারী, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা দেওয়ান খায়রুন নাহার, ভাইস চেয়ারম্যান মজিদ তোতা প্রমুখ।
এবিএন/তারেক আহমেদ/জসিম/তোহা