![নড়াইলে মাদকবিক্রেতার এক বছরের কারাদন্ড](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/01/03/karadando@abnews24_54304.jpg)
নড়াইল, ০৩ জানুয়ারি, এবিনিউজ : নড়াইলের কালিয়ায় মাদকবিক্রেতাকে এক বছরের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সকাল ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল ইসলাম এ আদেশ দেন। মাদকবিক্রেতা সজল (২১) কালিয়ার বিলব্যাউজ গ্রামের আজিবার মোল্যার ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গত রবিবার রাতে বিলব্যাউজ এলাকায় ইয়াবা ও গাজা বিক্রির সময় সজলকে আটক করে পুলিশ। সোমবার সকালে তাকে কারাদন্ড দেয়া হয়।
এবিএন/সৈয়দ খায়রুল ইসলাম/জসিম/রাজ্জাক