![গোবিন্দগঞ্জে অস্ত্রসহ ৪ ব্যবসায়ী আটক](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/05/06/abnews-24.bbb_138206.jpg)
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা), ০৬ মে, এবিনিউজ: গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাটামোড় নামকস্থান থেকে গত ৩রা মে গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপারের নির্দেশে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমানের নেতৃত্বে এক অভিযানে ভারত থেকে অবৈধভাবে আসা আমেরিকান MOUTOMASIO -7.65 MM-৭.৬৫ গগ মডেলের একটি রিভলবার ৭ রাউন্ড গুলি বিভিন্ন ব্যান্ডের ৬ টি মোবাইল সেট, রেজি. বিহীন ১৫০ সিসি একটি সুজুকী মোটরসাইকেল,নগদ ২৬ হাজার টাকাসহ ২ জন কে হাতে নাতে গ্রেফতার করে থানা পুলিশ। গ্রেফতার কৃতদের স্বীকারোক্তি মোতাবেক বগুড়ার শাজাহানপুর ও গাজীপুরের কালিয়াকৈর থানা এলাকা থেকে আরও ২ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছেন দিনাজপর জেলার বিরামপুর উপজেলা রনগাও গ্রামের মৃত সানোয়ার হোসেনের ছেলে কাওসার মিয়া (২৪), দাউদপুর গ্রামের জোলাপাড়ার আব্দুল খালেকের ছেলে তৌফিকুল ইসলাম (২৮), একই গ্রামের দছিমুদ্দিনের ছেলে হাবিবুর রহমান মানিক (২২) ও বগুড়া জেলা শাহজাহানপুর থানার খাদাস তালুকদারপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে শ্যামল হোসেন প্রামনিক সেলিম (৩৪)। পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করেছে আগামী জাতীয় নির্বাচন কে ঘিরে দেশব্যাপী অস্থিতিশীল পরিস্থিতি সৃর্ষ্টির লক্ষে এরা নিয়মিত অস্ত্রের চোরাকারবারি হিসাবে কাজ করতো।
৫ মে শনিবার দুপুরে জেলা পুলিশের আয়োজনে প্রেস কনফারেন্স এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ ফারুক এছাড়াও তিনি জানান, গ্রেফতারকৃত আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উত্তেজনা সৃষ্টি করতে চোরাকারবারীদের সংঙ্ঘবদ্ধ চক্রটি দীর্ঘদিন হতে এ রুটে অবৈধ অস্ত্র ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে। আসামীদের জিজ্ঞাসাবাদে আরো বিস্তারিত জানান যাবে।
ক্স এসময় সহকারি পুলিশ সুপার ময়নুল হক, গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ মজিবুর রহমান পিপিএম, ডিবি ওসি মেহেদী হাসান সহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এবিএন/তাজুল ইসলাম প্রধান/জসিম/তোহা