বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • বাউফলের মাহিন মুন্তাসির জাতীয় পর্যায়ে সেরা মেধাবী

বাউফলের মাহিন মুন্তাসির জাতীয় পর্যায়ে সেরা মেধাবী

বাউফলের মাহিন মুন্তাসির জাতীয় পর্যায়ে সেরা মেধাবী

বাউফল (পটুয়াখালী), ০৬ মে, এবিনিউজ: জাতীয় পর্যায়ে ‘সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায়’ বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ বিষয়ে এ বছরের সেরা মেধাবী হিসাবে প্রথম স্থান অর্জন করে পটুয়াখালীর বাউফল উপজেলার বিলবিলাস আবদুর রশিদ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মাহিন মুন্তাসির। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত আটটি বিভাগ ও ঢাকা মহানগরের সেরা প্রতিযোগিরা জাতীয় পর্যায়ে এ প্রতিযোগিতায় অংশগ্রহন করেন।

গত বৃহস্পতিবার ঢাকার আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল এন্ড কলেজে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর , মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর মো. মাহাবুবুর রহমান।

সেরা মেধাবী মাহিন মুন্তাসির হাতে এক লাখ টাকার পুরস্কার তুলে দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাহিনের বাবা মো. আবদুল্লাহ আল মামুন উপজেলার দক্ষিন দ্বিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মা পারভীন আক্তার বিলবিলাস-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন।

এবিএন/দেলোয়ার হোসেন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত