
আশাশুনি (সাতক্ষীরা), ০৬ মে, এবিনিউজ: আশাশুনি উপজেলার বড়দল বাজার রূপালী চত্বরে বাংলা বর্ষ বরণ বৈশাখী-১৪২৫ উপলক্ষে ৪ দিনের অনুষ্ঠান শুরু হয়েছে। গত শুক্রবার বিকালে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। আগামীকাল সোমবার মেলা শেষ হবে।
বড়দল মুক্তিযোদ্ধা সংসদ ও আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের আয়োজনে মেলায় প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান, সঙ্গীতানুষ্ঠান, আলোচনা সভাসহ বিভিন্ন কার্যক্রম রয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বড়দল ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম মোল্যা। সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার লিয়াকত আলী।
এবিএন/জি.এম.মুজিবুর রহমান/জসিম/তোহা