বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • সুনামগঞ্জে পৌর ডিগ্রি কলেজের ৫তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

সুনামগঞ্জে পৌর ডিগ্রি কলেজের ৫তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

সুনামগঞ্জে পৌর ডিগ্রি কলেজের ৫তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

সুনামগঞ্জ, ০৬ মে, এবিনিউজ: সুনামগঞ্জ শহরের ইকবাল নগর এলাকায় ৬৫ শতক জায়গার উপর ৭ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে পৌর ডিগ্রি কলেজের ৫তলা বিশিষ্ট ভবণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। এ উপলক্ষে গতকাল শনিবার সকাল ১১টায় সুনামগঞ্জ পৌর ডিগ্রি কলেজের আয়োজনে শহরের শিল্পকলা একাডেমির হাছন রাজা একাডেমির হলরুমে এ সামান্য অবদানের জন্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানকে সংবর্ধনা দেয়া হয়।

সংরক্ষিত মহিলা সংসদ সদস্যা এডভোকেট শামছুন্নাহার বেগম শাহানার সভাপতিত্বে ও পৌর কলেজের সহযোগী অধ্যক্ষ শাহ আবু নাসের এর সঞ্চালনায় সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমস্ত্রী এম এ মান্নান। স্বাগত বক্তব্য রাখেন পৌর কলেজের অধ্যক্ষ শেরগুল আহমদ।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা,সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ,সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ মতিউর রহমান,জেলা প্রশাসক মোঃ সাবিরুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় কুমার সরকার, পৌরসভার মেয়র নাদের বখত, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, সাবেক অধ্যক্ষ আজাহারুল ইসলাম, লেখক ও কলামিস্ট এডভোকেট হোসেন তৌফিক চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সভাপতি মল্লিক মইন উদ্দিন সুহেল, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মকবুল হোসেন, আওয়ামীলীগ নেতা সিরাজুর রহমান সিরাজ, পৌর কলেজের প্রভাষক শংকর তালুকদার মান্না, সাংবাদিক পংকজ কান্তি দে, প্রমুখ।

সংবর্ধিত অতিথির বক্তব্যে এম এ মান্নান বলেন, আমি কোন একদিন সাইনবোর্ড দেখে পৌর কলেজে প্রবেশ করি। ৩/৪ জন শিক্ষক পেয়ে আলাপে বসি। ছোট এ ঘরে কিভাবে ক্লাস হয় দেখে বিষ্মিত হই। তখন আমি কেবিনেটের দায়িত্ব পাইনি। সে দিন ভেবেছিলাম সুযোগ পেলে ভবন নির্মাণের উদ্যোগ নেব। আজ সে স্বপ্নের উদ্যোগ বাস্তবে পরিণত হতে যাচ্ছে।

তিনি আরো বলেন, অনেকেই আমাকে নির্বাচনী এলাকায় বেশী বেশী উন্নয়ন করতে বলেন। নির্বাচনে জিততে পারব এ ধারণা থেকেই লোকজন আমাকে সে সবক দিয়ে থাকেন। কিন্তু আমি ভোটের চিন্তা না করে উন্নয়নের চিন্তা লালন করি। সুযোগ পেলেই দেশের যে কোন প্রান্তে উন্নয়নের ভূমিকা রাখি। কারণ মন্ত্রী হিসেবে আমি কারও একার নয়, আমি সবার।

তিনি কলেজের শিক্ষার্থীদের উদ্দেশ্যে করে বলেন তোমাদের হাতে সারা পৃথিবী। সারা পৃথিবীর সাথে সংযোগ স্থাপন করো। একদিন তোমরাই গড়বে জ্ঞান বিজ্ঞানের ২১ শতকের বাংলাদেশ। তিনি হাওরের শ্রমিক সংকট সমাধানে ৭০% ভুর্তুকি দিয়ে হারভেস্টার মেশিন প্রদানের আশ্বাস প্রদান করেন। বিশেষ অতিথির বক্তব্যে বক্তারা এম.এ মান্নানকে এ জেলার উন্নয়নের রূপকার হিসেবে উল্লেখ করে বলেন, গেলবার হাওরবাসীর দুর্দিনে ৭ শত কোটির টাকার অধিক বরাদ্দ এম এ মান্নানই করে দিয়েছেন।

এছাড়া মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ, টেক্সটাইল ইনষ্টিউট, টেকনিক্যাল কলেজসহ শিক্ষা প্রতিষ্ঠানে যুগান্তকারী উন্নয়ন করে যাচ্ছেন। তিনি সুনামগঞ্জের ইতিহাসে অমর হয়ে থাকবেন। বক্তারা তাঁর এ অসমান্য অবদানের জন্য এমএ মান্নানকে সরকারের একজন পুর্নাঙ্গ মন্ত্রী হিসেবে দেখতে চান এমন দাবী প্রধানমন্ত্রীর কাছে সভায় তুলে ধরেছেন।

এবিএন/অরুন চক্রবর্তী/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত