
সিলেট, ০৩ জানুয়ারি, এবিনিউজ : ভূমিকম্পে সিলেটে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। মৃত সায়মা আক্তার ছাতক সিমেন্ট ফ্যাক্টরি উচ্চবিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী। এছাড়া আহত হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসহ ৩ জন।
সায়মা আক্তারের পিতা ছাতক সিমেন্ট ফ্যাক্টরির এমটিএস বিভাগের শ্রমিক সামছুল হক জানান, বিকেলে ভূমিকম্পের সময় সায়মা তাদের বাসভবনের ৪তলা থেকে তাড়াহুড়ো করে নিচে নামতে গিয়ে সিড়ি থেকে ছিটকে পড়ে। তাকে দ্রুত ছাতক উপজেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সায়মাকে মৃত ঘোষণা করেন।
এ সময় সিলেট শাহজালালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্র ইফতেখার আহমদ রবিন (২২) এবং নগরীর বন্দরবাজার এলাকার হোটেল শ্রমিক সাব্বির আহমদ (১৫) ও আরিফ আহমদ (১৩) গুরুতর আহত হয়েছে। তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় রবিন ক্লাসে এবং সাব্বির ও আরিফ হোটেলে ছিলেন।
এবিএন/মমিন/জসিম/এমআই