![নোয়াখালীতে সন্ত্রাসী হামলায় আহত ১৭](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/01/04/noah@abnews_54651.gif)
নোয়াখালী, ০৪ জানুয়ারি, এবিনিউজ : নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপে সন্ত্রাসী হামলায় বন কর্মকর্তাসহ ১৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ৮ জনকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, অন্য আহতদের কে স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়। আজ বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।
নিঝুমদ্বীপের বন বিভাগের বিট কর্মকর্তা নুর আলম জানান, নিঝুমদ্বীপের বউ বাজারে বন বিভাগের এক দল কর্মকর্তা টহলে যায়। সেখানে স্থানীয় ইউসুফ গাছ কেটে নিয়ে যাওয়ার সময় তাকে হাতে নাতে ধরে বন বিভাগের অফিসে নিয়ে যাওয়ার সময় ৫০ থেকে ৬০ জন সন্ত্রাসী তাদের উপর হামলা চালিয়ে ইউসুফ ছাড়িয়ে নিয়ে যায়। এ সময় বিটকর্মকর্তা নুরআলম, জাহাজমারা রেঞ্জ কর্মকর্তা ফিরোজ আলম চৌধুরীসহ বনবিভাগের ১৭ জন কর্মকর্তা কর্মচারি আহত হন।
নিঝুমদ্বীপ পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আলা উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন অভিযোগ আসলে আইনগত ব্যব্স্থা নেয়া হবে।
এবিএন/মমিন/জসিম/এমআই