বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

আজ প্রচার হবে ‘ইউরো-সিজেএফবি’র ১৬তম আসর’

আজ প্রচার হবে ‘ইউরো-সিজেএফবি’র ১৬তম আসর’

ঢাকা, ০৫ জানুয়ারি, এবিনিউজ : বর্ণ্যাঢ্য এবং জমকালো আয়োজন এবং দেশ সেরা সেলিব্রেটিদের অংশগ্রহনে গত ১৮ ডিসেম্বর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত হলো দেশের প্রধান জাতীয় দৈনিক, পাক্ষিক এবং টেলিভিশন মিডিয়ার বিনোদন সম্পাদকদের সংগঠন কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ-সিজেএফবি এবং গ্লোব সফট ড্রিংঙ্কস লিমিটেডের যৌথ উদ্যোগে প্রবর্তিত ইউরো-সিজেএফবি পারফর্মেন্স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। ইউরো-সিজেএফবি‘র ১৬তম এই আসরের অফিসিয়াল ব্রডকাস্টার এটিএন বাংলা। অনুষ্ঠানটি আগামীকাল শুক্রবার রাত ১১টায় প্রচার হবে এটিএন বাংলায়।

প্রতিবারের মত এবারও সঙ্গীত, টেলিভিশন এবং চলচ্চিত্র মাধ্যমে ২০১৫ সালে বছর সেরা তারকাদের মাঝে ‘ইউরো-সিজেএফবি’ পুরস্কার প্রদান করা হয়। এই বছর ইউরো-সিজেএফবি আজীবন সন্মাননা পুরস্কার পেলেন সমকাল সম্পাদক গোলাম সারওয়ার। দেশ এবং বিদেশে স্বকীয় সঙ্গীত মহীমায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করায় এই বছর ইউরো-সিজেএফবি বিশেষ সন্মাননা পুরস্কার প্রদান করা হয় ব্ল্যাক ডায়মন্ড বেবী নাজনীনকে। অনুষ্ঠানের প্রধান অতিতি মেয়র আনিসুল হক এবং অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠোপোষক গ্লোব সফট ড্রিঙ্কস লিমিটেডের চেয়ারম্যান মোঃ হারুনুর রশীদ আজীবন সন্মাননা এবং বিশেষ সন্মাননা পুরস্কারসহ বছর সেরা সব তারকার হাতে পুরস্কার তুলে দেন।আজ প্রচার হবে ‘ইউরো-সিজেএফবি’র ১৬তম আসর’

এই সময় উপস্থিত ছিলেন সিজেএফবি‘র সভাপতি এনাম সরকার এবং সাধারণ সম্পাদক তামিম হাসান। বিশেষ অতিথি ছিলেন ইত্তেফাক হোল্ডিংসের ব্যবস্থপনা পরিচালক আরশাদ হোসেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাজ মাল্টিমিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক আবদুল আজিজ, পারসোনার ব্যবস্থাপনা পরিচালক কানিজ আলমাস খান, নিউজ জি ২৪.কম-এর প্রকাশক নাজমুল হক ভূইয়াঁ খালেদ, ভার্সেটাইল মিডিয়ার চেয়ারম্যান আরশাদ আদনান এবং অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী।

চলচ্চিত্র বিভাগে এই বছর সেরা নায়কের পুরস্কার পেয়েছেন আরেফিন শুভ (ছুঁয়ে দিলে মন),সেরা নায়িকার পুরস্কার পেয়েছেন পরিমনি (আরও ভালবাসবো তোমায়),সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন এস এ হক অলিক (আরও ভালবাসবো তোমায়), সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে (অগ্নি টু)। টেলিভিশন বিভাগে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন চঞ্চল চৌধুরী (ইয়ার আলীর নতুন বউ),সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন বিদ্যা সিনহা মিম (চিলি চকলেট),সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন মাসুদ সেজান ( লাইক এন্ড কমেন্টস)। এই বছর সেরা মডেল এর পুরস্কার পেয়েছেন মাহফুজ আনাম জেমস (ব্ল্যাক হর্স), সেরা মডেল নারী‘র পুরস্কার পেয়েছেন মীম চৌধুরী (ডিয়ন অ্যালমন্ড চকলেট), সেরা উপস্থাপক দেবাশীষ বিশ্বাস (তোমাকে পাওয়ার জন্য), সেরা উপস্থাপিকা আমব্রিনা সারজিন আমব্রিন (বিপিএল)। এছাড়া সমালোচক বিভাগে আরো তিনটি পুরস্কার প্রদান করা হবে।

ইউরো-সিজেএফবি পারফর্মেন্স অ্যাওয়ার্ড-এর ১৬তম আসরে এবছরও পারর্ফম করেন দেশ সেরা সেলিব্রেটিরা। ব্ল্যাক ডায়মন্ড বেবী নাজনীন, নগর বাউল জেমস, হাবিব ওয়াহিদ, বিদ্যা সিনহা মিম, নুসরাত ফারিয়া, মিম চৌধুরী, কনা, আরেফিন শুভ, সাফা কবির, সারিকা এবং মিনারের মত পারফর্মারদের জমকালো পরিবেশনায় আরেকবার মিডিয়াসহ সকলকে চমকে দিলো ইউরো-সিজেএফবি। সম্পূর্ণ অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আমব্রিন এবং নীরব খান। পরিচালনা করেছেন মুকাদ্দেম বাবু।

এটিএন বাংলার শুক্রবারের অনুষ্ঠানসূচী

০৯টা ১৫মিঃ স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ‘স্যাভলন হেলথ টিপ্স’ (পর্ব-৫৪) উপস্থাপনা- ডা. জিনিয়া জাফরীন

পরিচালনা- শাহেদ দৌলা খান।

১০টা এটিএন বাংলা সংবাদ

১০টা ৩৫মিঃ রান্না বিষয়ক অনুষ্ঠান ‘স্টারলাইন রান্নাঘর’ (পর্ব-২০) উপস্থাপনাঃ লবী রহমান, পরিচালনাঃ লানা খান।

১১টা এটিএন বাংলা সংবাদ।

১১টা ১০মিঃ বিতর্ক প্রতিযোগিতা ‘ইউসিবি পাবলিক পার্লামেন্ট’ সঞ্চালনা- হাসান আহমেদ চৌধুরী কিরণ

প্রযোজনা- সেলিম দৌলা খান।

১২টা এটিএন বাংলা সংবাদ।

১২টা ১০মিঃ জুম্মাবারের ইসলামী অনুষ্ঠানমালা।

০১টা ১৫মিঃ অনুষ্ঠানের বাকী অংশ।

০২টা এটিএন বাংলা সংবাদ

০২টা ২৫মিঃ বিটিভির ধারণকৃত সংবাদ

০৩টা ১০মিঃ পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘গুন্ডা দ্যা টেররিষ্ট’ পরিচালনা- ইস্পাহানী আরিফ জাহান।

০৬টা ৪৫মিঃ হ্যালো চায়না (৯৬)।

০৭টা এটিএন বাংলা সংবাদ

০৮টা ধারাবাহিক নাটক ‘মন থেকে দূরে নয়’ (পর্ব-৭২) রচনাঃ আহসান আলমগীর, পরিচালনাঃ মজিবুল হক খোকন।

অভিনয়েঃ শহীদুজ্জামান সেলিম, অহনা, শাহেদ শরীফ, অরুনা বিশ্বাস, আফরোজা বানু, আবিদ রেহান, সানজিদা কোয়েল, সুমনা সোমা, তারিক স্বপন, খালেদা আক্তার কল্পনা প্রমুখ।

০৮টা ৪৫মিঃ ডায়মন্ড জগ নিবেদিত ধারাবাহিক নাটক ‘গল্পটা ভ এর’ (পর্ব-২৩) রচনা ও পরিচালনা- তানভীর হোসেন প্রবাল।

১০টা এটিএন বাংলা সংবাদ

১১টা ‘সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০১৬’

উপস্থাপনা- আরজে নিরব ও আমব্রিন, পরিচালনা- মুকাদ্দেম বাবু।

১২টা টক শো ‘অন্যদৃষ্টি’ উপস্থাপনা- শ্যামল দত্ত, পরিচালনা- নবুয়াত রহমান।

০১টা এটিএন বাংলা সংবাদ।

০১টা ৩৫মিঃ স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ‘এসপি হসপিটাল হেলথ কেয়ার’ (রি) পরিচালনাঃ লানা খান।

[প্রতি ঘন্টার সংবাদ : সকাল ৭টা, ৮টা, ৯টা, ১১টা, দুপুর ১২টা, ১টা, বিকেল ৩টা ও ৪টা।

এবিএন/এআর/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত