বরগুনা, ০৫ জানুয়ারি, এবিনিউজ : বরগুনায় জেলা প্রশাসনের উদ্দোগে নানা আয়োজনের মধ্যেদিয়ে তিনদিন ব্যপি ডিজিটাল উদ্বাবণী মেলা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত বরগুনা সার্কট হাউজ মাঠে মেলার কার্যক্রম চলবে। তথ্য প্রযুক্তির সহায়তায় সরকারি সেবাকে জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বহুমাত্রিক এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিভিন্ন জনমুখী ডিজিটাল সেবা সম্পর্কে জনগণকে অবহিত করাই এই মেলার মূল উদ্দেশ্য। বৃহস্পতিবার প্রধান অতিথি বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ গাউস মেলার উদ্বোধন করেন । মেলা উপলক্ষে সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সার্কিট হাউজ মেলা মাঠে গিয়ে শেষ হয়।
পরে মেলা মাঠেই আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।বরগুনা জেলা প্রশাসক ড. মহাঃ বশিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার বিজয় বসাক পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) মোঃ নুরুজ্জামান, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আ. ছালাম,সিভিল সার্জন ডাঃ জসিম উদ্দিন হাওলাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজহারুল ইসলাম,রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) মোঃ সাজেদুল ইসলাম,নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মোঃ রাশেদুল হাসান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ওয়াসিকুল ইসলাম,জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আজহাজ্ব আঃ রশিদ,জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মেহেরুন্নাহার মুন্নি, মেলার স্টল কমিটির সদস্য বাবু সুখ রঞ্জন শীল প্রমূখ।
মেলায় ৬৪ টি স্টল অংশগ্রহন করেন। এ মেলায় উন্মুক্ত কুইজ ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এবং বরগুনা সিটিজেন ভয়েজে যিনি সর্বচ্চো সদস্য করে দিতে পারবেন তাদের জন্য তিনটি পুরুষ্কারের ব্যবস্থা রয়েছে। অনুষ্ঠানের সঞ্চালনা করেন,মোঃ তারিক বিন আনসারি সুমন।
এবিএন/তরিকুল ইসলাম/জসিম/রাজ্জাক