শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • প্রতিবন্ধী ও দুঃস্থদের মাঝে মাদারীপুরে শীতবস্ত্র বিতরণ

প্রতিবন্ধী ও দুঃস্থদের মাঝে মাদারীপুরে শীতবস্ত্র বিতরণ

প্রতিবন্ধী ও দুঃস্থদের মাঝে মাদারীপুরে শীতবস্ত্র বিতরণ

মাদারীপুর, ০৫ জানুয়ারি, এবিনিউজ : মাদারীপুরে প্রতিবন্ধী ও দুঃস্থদের মাঝে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় প্রশিসেস প্রতিবন্ধী বিদ্যালয় প্রাঙ্গনে দুইশত ৫০ জনকে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস। প্রতিবন্ধী শিশু শিক্ষা ও সেবা সংস্থা (প্রশিসেস) আয়োজনে প্রধান অথিতির বক্তব্যে মো. কামাল উদ্দিন বিশ্বাস বলেন, মাদারীপুর জেলা প্রশাসক সমাজের অবহেলিত মানুষের পাশে আছে। সামাজিক দায়বদ্ধতা থেকে আর্তমানবতার সেবা, দূর্যোগ ও দূর্বিপাকে মানবকল্যাণে সেবা দিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। এবং তিনি প্রতিবন্ধী বিদ্যালয় সংস্কারের জন্য নগদ ৫০ হাজার টাকা দেয়ার ঘোষনা দেন।

প্রশিসেস এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. সেলিনা আকতার এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ সেবা উপ- পরিচালক জনাব তাপস ফলিয়া, প্রশিসেস প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবির মাহমুদ ইমরান, এইচ আরসিবিএন এর মাদারীপুর জেলা কমিটি সভাপতি সুবল বিশ্বাস। জেলার প্রিন্ট ও ইরেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

এবিএন/সাব্বির হোসাইন আজিজ/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত