![সেনবাগ উপজেলা চেয়ারম্যান আজাদের বরখাস্তের আদেশ স্থগিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/01/05/senbag-news-05-1-17-pic_54845.jpg)
সেনবাগ (নোয়খালী), ০৫ জানুয়ারি, এবিনিউজ : নোয়াখালীর সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদকে সাময়িক বরখাস্তের আদেশ তিন মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। একই সঙ্গে বরখাস্তের আদেশকে কেন অবৈধ ও বেআইনী ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে সরকারের প্রতি রুল-নিশি জারি করা হয়েছে। গতকাল বুধবার হাইকোর্টের বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। মামলাটি পরিচালনা করেন ব্যারিষ্টার মওদুদ আহম্মেদেও নেতৃত্বে আইনজীবি প্যানেল। আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী খোরশেদ আলম সেলিম। তিনি বলেন, আদালতের আদেশে সরকারকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
গত ১৮ ডিসেম্বর স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপজেলা শাখা-২ এর উপসচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে চেয়ারম্যানের পদ থেকে আবুল কালাম আজাদকে সাময়িকভাবে বরখাস্তের আদেশ জারি করা হয়। একাধিক ফৌজদারী মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় সাময়িক বরখাস্তের ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্যেখ করা হয়েছিল।
আদালতের স্থগিতাদেশের বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আলম গতকাল জানান, তিনি একটি প্রশিক্ষণে চট্টগ্রামে রয়েছেন। এ বিষয়ে তিনি কিছু জানেন না। বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ উপজেলা পরিষদের চেয়ারম্যান ছাড়াও সেনবাগ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতির দায়িত্বও পালন করছেন।
এবিএন/ফিরোজ আলম ভূঞা/জসিম/রাজ্জাক