![সেনবাগে আওয়ামী লীগের গণতন্ত্র বিজয় দিবস পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/01/05/senbag-news-pic-05-01-17_54846.jpg)
সেনবাগ (নোয়াখালী), ০৫ জানুয়ারি, এবিনিউজ : আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ আওয়ামী লীগের গণতন্ত্র বিজয় দিবস পালন করেছে নোয়াখালীর সেনবাগ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। দিবসটি উপলক্ষ্যে বেলা ১১টায় সেনবাগ উপজেলা পরিষদ চত্বর থেকে এক আনন্দ শোভাযাত্রা বের হয়ে সেনবাগ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সেনবাগ প্রেস ক্লাবের মোড়ে এসে পথসভার মধ্যদিয়ে শেষ হয়। সভায় বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামী লীগ নেতা গোলাম কবির, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক আলী আক্কাস রতন, উপজেলা যুবলীগ আহবায়ক আ.স.ম.জাকারিয়া আলম মামুন, উপজেলা ছাত্রলীগ সভাপতি ফিরোজ আলম রিগান, সেক্রেটারী মাজেদুল হক তানভির, কলেজ ছাত্রলীগ নেতা ইকবাল বাহার চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন- সেনবাগ উপজেলা ছাত্রলীগের ১৯৭২-৭৩ সালের সভাপতি বর্তমান কৃষকলীগ নেতা খোরশেদ আলম, উপজেলা ছাত্রলীগের ১৯৮৬ সালের সভাপতি হুমায়ুন কবির রাজু, সেনবাগ সরকারি ডিগ্রী কলেজের সাবেক ভিপি আবু নাছের দুলাল, উপজেলা ছাত্রলীগের সাবেক সেক্রেটারী শহিদ ঊল্যা চৌধুরীসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।
এবিএন/ফিরোজ আলম ভূঞা/জসিম/রাজ্জাক