![সেনবাগে ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবাষির্কী পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/01/05/student-leage@abnew24_54847.jpg)
সেনবাগ (নোয়াখালী), ০৫ জানুয়ারি, এবিনিউজ : নোয়াখালীর সেনবাগে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠবাার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার বেলা ১১টায় সেনবাগ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে থেকে উপজেলা ছাত্রলীগ সভাপতি ফিরোজ আলম রিগান ও সেক্রেটারী মাজেদুল হক তানভিরের নেতুত্বে একটি বণার্ঢ্য র্যালী বের হয়। র্যালীটি সেনবাগ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদনি শেষে উপজেলা গনমিলনায়তনে গিয়ে এক আলোচনা সভার মধ্যদিয়ে শেষ হয়। র্যালী শেষে নেতৃবৃন্দ পায়রা উড়িয়ে, কেক কেটে ছাত্রলীগের জন্মদিন পালন করেন। পরে উপজেলা গনমিলনায়তনে উপজেলা ছাত্রলীগ সভাপতি ফিরোজ আলম রিগানের সভাপতিত্বে ও সেক্রেটারী মাজেদুল হক তানভিরের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন - সেনবাগ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামীলীগ নেতা গোলাম কবির। বিশেষ হিসাবে বক্তব্য রাখেন , সেনবাগ উপজেলা ছাত্রলীগের ১৯৭২-৭৩ সালের সভাপতি ও বর্তমান কৃষকলীগ নেতা খোরশেদ আলম, সেনবাগ উপজেলা ছাত্রলীগের ১৯৮৬ সালের সভাপতি হুমায়ুন কবির রাজু সেনবাগ উপজেলা ছাত্রলীগের ১৯৮৬ সালের সাধারণ সম্পাদক ও বর্তমান সমবায় লীগ সভাপতি শহীদ উল্যা চৌধুরী, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক আলী আক্কাস রতন, জেলা ছাত্রলীগ নেতা দিদার, সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা মাসুদ, ছাত্রলীগ নেতা ফরহাদ, আবদুল্যা ইবনে আরমান, আবির, ৫নং অর্জুনতলা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক জাবেদ আলম,৪নং কাদরা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক আশেদুল হক চৌধুরী, ৯নং নবীপুর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক আবু নাছের রুবেল,কলেজ ছাত্রলীগ নেতা আবু সোয়েব, সায়েম রিয়াজ আওয়াজ, জিয়াউল হক জিয়া সহ উপজেলা, পৌরসভা, কলেজ ও বিভিন্ন ইউনিয়নের সভাপতি/ সম্পদাকরা বক্তব্য রাখেন।
এবিএন/ফিরোজ আলম ভূঞা/জসিম/রাজ্জাক