![পদ্মায় স্পিডবোট ডুবি: আহত ৮, নিখোজ ২](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/01/06/speedboat_54917.jpg)
মাদারীপুর, ০৬ জানুয়ারি, এবিনিউজ : কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে মুখোমুখি সংঘর্ষে দুটি স্পিডবোট ডুবির ঘটনা ঘটেছে। ঘনকুয়াশার মধ্যে চলতে গিয়ে আজ শুক্রবার সকাল দশটার দিকে এই দূর্ঘটনা ঘটে। এতে দুই স্পিডবোটের কমপক্ষে আটজন যাত্রী আহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরো দুইজন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। তবে ডুবে যাওয়া বোটের যাত্রীরা তাদের সাথে থাকা মালামাল হারিয়েছেন।
কাওড়াকান্দি ঘাট সূত্রে জানা গেছে, শিমুলিয়া থেকে যাত্রীবাহী একটি স্পিডবোট কাওড়াকান্দি ঘাটের কাছাকাছি আসলে কাওড়াকান্দি থেকে ছেড়ে যাওয়া অপর একটি যাত্রীবাহী স্পিডবোটের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় উভয় বোটই পানিতে ডুবে যায়। তাৎক্ষণিকভাবে যাত্রীরা সাঁতরে এবং অন্য বোট দ্বারা উদ্ধার করা হয়। তবে দুই জন যাত্রী নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।
দূর্ঘটনার পর থেকে ফায়ার সার্ভিস শিবচর ইউনিটের একটি দল উদ্ধার তৎপরতা চালাচ্ছে। এদিকে লিপি বেগম (৩৫) নামের এক মহিলা নিখোঁজ রয়েছেন বলে দাবি করছেন তার ভাই সফিকুল ইসলাম। তার বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়।
এবিএন/জনি/জসিম/জেডি