![মারজান তার কর্মের ফল পেয়েছে: বাবা-মা](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/01/06/marjan's-family_54921.jpg)
পাবনা, ০৬ জানুয়ারি, এবিনিউজ : গুলশান হামলার অন্যতম পরিকল্পনাকারী ও নব্য জেএমবির শীর্ষ নেতা নুরুল ইসলাম মারজান ‘বন্দুকযুদ্ধে’ নিহত হওয়ার খবর শুনে তার বাবা মো. নাজিম উদ্দিন এবং মা সালমা খাতুন বলেছেন, মারজান তার কর্মের ফল পেয়েছে।
মারজানের বাবা হোসিয়ারি শ্রমিক নিজম উদ্দিন বলেছেন, লাশ ঢাকা থেকে পাবনায় নেয়ার সামর্থ নেই তার।
তিনি বলেন, ‘ও দোষ করে থাকলে ওর উপযুক্ত শাস্তি হয়েছে। এ নিয়ে আমার আফসোস নাই। কিন্তু সরকার লাশটা ফেরত দিলে নিজের গ্রামে ওকে দাফন করতে চাই।’
এদিকে বন্দুকযুদ্ধে মারজানের নিহত হওয়ার খবর পাওয়ার পর থেকে মারজানের বাড়িতে শোকের ছায়া নেমে আসে। মারজানের মা সালমা বেগম(৫০) ও দাদী পিয়ারুন্নেছা (৮০)মারজানের শোকে শয্যাশায়ী।
মারজানের বাবা নাজিম বলেন, ‘তার ছেলে আফুরিয়া পাটকিয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ বিদ্যায় থেকে পাশ করার পর পাবনার আলিয়া মাদ্রাসা থেকে আলিম পাশ করে। এর পর সে দীর্ঘদিন পাবনার বাশবাজার মসজিদে মক্তব বিভাগে ছাত্রছাত্রী পড়াতো। মারজান নিজেও অত্যন্ত মেধাবি এবং বিভিন্ন প্রতিযোগিতায় সে কয়েকবার প্রথম হয়েছে।’
তিনি জানান, এক বছর আগে ঈশ্বরদী উপজেলার কালিকাপুরে আপন খালাতো বোন প্রিয়তিকে বিয়ে করে মারজান। এরপর থেকে মারজান স্ত্রীসহ কোথায় আছে তা তারা জানে না।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ৩টার দিকে রাজধানীর রায়েরবাজারে ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের সঙ্গে বন্দুকযুদ্ধে দুর্ধর্ষ এ জঙ্গির মৃত্যু হয়।
এবিএন/জনি/জসিম/জেডি