
বান্দরবান, ০৬ জানুয়ারি, এবিনিউজ : বান্দরবান জেলা আওয়ামী লীগ ও অংগসংগঠনসমুহের যৌথ উদ্যোগ গতকাল বৃহস্পতিবার বিকেলে গণতন্ত্র রক্ষা দিবস পালন উপলক্ষে এক বিশাল র্যালি অনুষ্ঠিত হয়। র্যালির নেতৃত্ব দেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি। র্যালি শেষে জাতিরজনক বংগবন্ধু মুক্ত মঞ্চে এক বিশাল গণসমাবেশ করা হয়। গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি।
পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি ক্যশৈ হ্লা’র সভাপতিত্বে সমাবেশে পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসলাম বেবী, যগ্নসাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাস এবং দলের জেলা কমিটির দপ্তর সম্পাদক অনিল কান্তি দাশ বিশেষ অতিথি ছিলেন। সমাবেশে সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী অংশ নেন। জেলার অপর ৬টি উপজেলাতেও অভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে এ দিবস পালিত হয়েছে।
এবিএন/মোহাম্মদ আব্দুর রহিম/জসিম/রাজ্জাক