![কাশিয়ানীতে চাঁদা আদায়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/01/06/gopalgoang-map_54947.jpg)
গোপালগঞ্জ, ০৬ জানুয়ারি, এবিনিউজ : গোপালগঞ্জের কাশিয়ানীতে ইজিবাইক থেকে চাঁদা আদায়ের প্রতিবাদে সড়ক অবরোধ করে ইজিবাইক চালকরা। আজ শুক্রবার সকাল ১০ টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ঘোনাপাড়া বাজার এলাকায় এ অবরোধ কর্মসূচী পালন করেন। এ সময় ঢাকা-খুলনা মহাসড়কে প্রকার যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়। পরে কাশিয়ানী থানার ওসির হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় ইজিবাইক চালকরা।
জানা গেছে, কাশিয়ানীর উপজেলার ভাটিয়াপাড়া চৌরাস্তা মোড়ে শ্রমিক ইউনিয়নের লোকেরা দীর্ঘদিন ধরে চাঁদা আদায় করে আসছে। চাঁদা না দিলে ইজিবাইক চালকদের নানাভাবে হয়রানী করে এবং ইজিবাইকের চাবি কেড়ে নেয় শ্রমিক ইউনিয়নের লোকেরা। এ চাঁদা আদায় ও হয়রানীর প্রতিবাদে কয়েক শ’ ইজিবাইক চালক ঘোনাপাড়া বাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে। এ সময় সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ করে দেয়। পরে রাতইল ইউপি চেয়ারম্যান কে, এম হারুন অর রশিদ পিনু ও কাশিয়ানী থানার ওসির হস্তক্ষেপে অবরোধ তুলে নেয়। পরে বিকালে ইজিবাইক চালকরা থানার সামনে মাঠে অবস্থান নেয়।
ইজিবাইক চালক মারুফ মোল্যা জানান, ভাটিয়াপাড়া মোড়ে জামসেদ, টিপু ও লেবু আমাদের ইজিবাইক থেকে চাদা নেয়, চাঁদা না দিলে আমাদের নানাভাবে হয়রানী করে।ইজিবাইক চালক মনির বলেন, ‘আমরা ইজিবাইক চালাতে না পেয়ে স্ত্রী-সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছি।’
এ ব্যাপারে ভাটিয়াপাড়া শ্রমিক ইউনিয়নের নেতা জমসেদ আলী খান অভিযোগ অস্বীকার করে বলেন, দুই মাস আগে চাদা তুলতাম, এখন তুলি না। কাশিয়ানী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলীনুর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দু’পক্ষকে ডেকে সমঝোতার চেষ্টা করা হচ্ছে।’
এবিএন/লিয়াকত হোসেন লিংকন/জসিম/রাজ্জাক