শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

নড়াইলে ইউপি যুবদল সম্পাদকের মৃতদেহ উদ্ধার

নড়াইলে ইউপি যুবদল সম্পাদকের মৃতদেহ উদ্ধার

নড়াইল, ০৬ জানুয়ারি, এবিনিউজ : নড়াইলের মল্লিকপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আশরাফ মল্লিকের (৪৫) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে লোহাগড়া পৌর এলাকা ৪ নম্বর ওয়ার্ডের একটি নির্মাণাধীন বাড়ি থেকে যুবদল নেতার লাশ উদ্ধার করা হয়। আশরাফ দোয়ামল্লিকপুর গ্রামের কুটি মিয়া মল্লিকের ছেলে।

এদিকে, পরিবারের দাবি আশরাফকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।

তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের কিছু ছোটখাট চিহৃ রয়েছে। তার নামে গ্রাম্য দাঙ্গা-হাঙ্গামার তিনটি মামলা রয়েছে। আশরাফের ভাতিজা আলমগীর মল্লিক আরব জানান, মল্লিকপুর গ্রামে প্রতিপক্ষের লোকজন পরিকল্পিত ভাবে তার চাচাকে (আশরাফ) হত্যা করেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর লোহাগড়া বাজার থেকে হঠাৎ নিখোঁজ হন তিনি।

লোহাগড়া থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, ঘটনাস্থলে আশরাফের মৃতদেহ মুখ থুবড়ে পড়ে ছিল। লাশের শরীরে আঘাতের কোনো চিহৃ দেখা যায়নি বলে দাবি করেন তিনি। ময়নাতদন্ত রিপোর্টের পর আশরাফের মৃত্যুর বিষয়টি স্পষ্ট হবে বলে মন্তব্য করেন ওসি।

এবিএন/সৈয়দ খায়রুল আলম/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত