![কাওড়াকান্দি-শিমুলিয়া রুটে ফেরি চলাচল বন্ধ](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/01/07/feri_55000.jpg)
মাদারীপুর, ০৭ জানুয়ারি, এবিনিউজ : ঘন কুয়াশার কারণে কাওড়াকান্দি-শিমুলিয়া রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার দিবাগত রাত ২টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিএর কাওড়াকান্দি ঘাটের ব্যবস্থাপক আবদুস সালাম মিয়া বলেন, শুক্রবার সন্ধ্যা থেকেই নদীতে কুয়াশা পড়তে শুরু করে। রাত ২টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে দুর্ঘটনার আশঙ্কায় ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
ফেরি চলাচল বন্ধ থাকায় পারাপারের অক্ষেপায় থাকা যাত্রী ও যানচালকরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
এবিএন/এসএ/জসিম/সাদিক