![গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/01/07/gopalgoang-map_55048.jpg)
গোপালগঞ্জ, ০৭ জানুয়ারি, এবিনিউজ : গোপালগঞ্জের সড়ক দুর্ঘটনায় ২ শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ৩ শ্রমিক। আজ শনিবার ভোরে ঢাকা-খুলনা মহাসড়কে মান্দারতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-গোপালগঞ্জ সদর উপজেলার গোলাবাড়িয়া গ্রামে জিহাদ কাজীর ছেলে রেজাউল (২২) ও একই গ্রামের দিলদার মোল্লার ছেলে রিয়াজ মোল্লা (২০)। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জানান, শহর থেকে মাটিবাহী একটি ট্রলি বাইপাস সড়ক দিয়ে মহাসড়কে উঠছিল। এ সময় খুলনা থেকে কুমিল্লাগামী একটি ট্রাক ওই ট্রলিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রলির শ্রমিক রেজাউল নিহত হন। এ সময় আহত হন ট্রলির অপর ৪ শ্রমিক। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় আহতদের মধ্যে রিয়াজ মোল্লাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যান।
তিনি জানান, এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপারসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
এবিএন/এসএ/জসিম/সাদিক