![ইউসিবি পাবলিক পার্লামেন্টের চ্যাম্পিয়ন ‘প্রাইমএশিয়া ইউনিভার্সিটি’](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/01/07/champion-primeasia university_2_55066.jpg)
ঢাকা, ০৭ জানুয়ারী, এবিনিউজ : ‘শুদ্ধ হোক সমাজ, মুক্ত হোক বিবেক’ শ্লোগানে দেশের ১৬টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত সংসদীয় ধারার বিতর্ক প্রতিযোগিতা ‘ইউসিবি পাবলিক পার্লামেন্ট’ এর এবারের বিজয়ী দল ‘প্রাইমএশিয়া ইউনিভার্সিটি’। আজ শনিবার বিএফডিসি’র এটিএন বাংলা স্টুডিওতে অনুষ্ঠিত হয় ইউসিবি পাবলিক পার্লামেন্ট এর গ্র্যান্ড ফিনালে। অনুষ্ঠানটি এটিএন বাংলা সকাল ১১টা০৫মিনিট থেকে সরাসরি সম্প্রচার করে। ইউসিবি পাবলিক পার্লামেন্ট এর গ্র্যান্ড ফিনালে’র বিষয় ছিল ‘এই সংসদ মনে করে যে, রাজনৈতিক সদিচ্ছা নয়, জনসচেতনতাই পারে দূর্নীতি রোধ করতে’। প্রস্তাবের পক্ষে সরকারী দল হিসেবে অংশ নেয় ইবাইস ইউনিভার্সিটি। আর বিরোধী দল হিসেবে অংশগ্রহন করে প্রাইমএশিয়া ইউনিভার্সিটি। সরকারী দলের প্রধানমন্ত্রী-মোঃ রিয়াজুল ইসলাম, মন্ত্রী অনিতা ইসলাম এবং সংসদ সদস্য মাসুদ সিকদার। বিরোধী দলের দলনেতা হাফিজ উদ্দীন মুন্না, উপনেতা মোঃ জহিরুল হক এবং সংসদ সদস্য মোঃ জোবায়ের সর্দার মার্জিন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার জনাব এএফএম আমিনুল ইসলাম, টিআইবির নির্বাহী পরিচালক জনাব ইফতেখারুজ্জামান, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এর চেয়ারম্যান জনাব এম এ সবুর। এছাড়াও উপস্থিত ছিলেন এটিএন বাংলার উপদেষ্টা (অনুষ্ঠান) জনাব নওয়াজীশ আলী খান, ইবাইস ও প্রাইমএশিয়া ইউনিভার্সিটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ। বিতর্ক প্রতিযোগিতায় স্পিকারের দায়িত্ব পালন করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান জনাব হাসান আহমেদ চৌধুরী কিরণ। খন্দকার ইসমাইলের উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেন সেলিম দৌলা খান। সংসদীয় ধারার এই প্রতিযোগিতায় উত্থাপিত প্রস্তাব ‘এই সংসদ মনে করে যে, রাজনৈতিক সদিচ্ছা নয়, জনসচেতনতাই পারে দূর্নীতি রোধ করতে’ সংসদে গৃহীত না হওয়ায় ‘না’ জয়যুক্ত হয়। এবং এরই প্রেক্ষিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে প্রাইমএশিয়া ইউনিভার্সিটি। প্রতিযোগিতায় রানার আপ হয় ইবাইস ইউনিভার্সিটি এবং তৃতীয় স্থান অর্জন করেছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
ইউসিবি পাবলিক পার্লামেন্ট বিতর্কে চ্যাম্পিয়ন, রানার-আপসহ তৃতীয় স্থান অধিকারী বিতর্ক দলকে যথাক্রমে এক লক্ষ, পঞ্চাশ হাজার ও পঁচিশ হাজার নগদ অর্থসহ ক্রেস্ট ও সার্টিফিকেট পুরস্কার হিসেবে প্রদান করা হয়। এছাড়াও বিতর্ক প্রতিযোগিতায় আগত অতিথি, বিচারকগণকে সম্মাননা প্রদান করা হয়।
এটিএন বাংলার অনুষ্ঠানসূচী/রবিবার/০৮ জানুয়ারি’ ২০১৭
১০টা ৩৫মিঃ পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘সৈনিক’ পরিচালনাঃ এহতেসাম।
০২টা এটিএন বাংলা সংবাদ
০৩টা ১০মিঃ খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান ‘খেলার জগৎ’ পরিচালনা- মোশতাক হোসেন।
০৪টা এটিএন বাংলা সংবাদ।
০৩টা ৪৫মিঃ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা নিয়ে সরাসরি অনুষ্ঠান ‘ব্রাদার্স ফার্নিচার বাণিজ্য মেলা প্রতিদিন’
পরিচালনাঃ আবদুস সাত্তার।
০৪টা এটিএন বাংলা সংবাদ।
০৪টা ২০মিঃ আইন বিষয়ক সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান ‘ল এন্ড অর্ডার’ পরিচালনা- নাহিদ রহমান ও লবী রহমান।
০৫টা গ্রাম-গঞ্জের খবর
০৫টা ২০মিঃ সঙ্গীতানুষ্ঠান ‘ব্যান্ড ভিউ’ পরিচালনা- লানা খান।
০৬টা ইংরেজী সংবাদ।
০৬টা ১৫মিঃ স্বাস্থ্য তথ্য বিষয়ক সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান ‘ড্রিংকিং ওয়াটার পিউরিফায়ার সুস্থ থাকুন’ (পর্ব-৫০)
উপস্থাপনাঃ ডা. সহেলী আহমেদ সুইটি, প্রযোজনাঃ কুইন রহমান।
০৬টা ৪৫মিঃ হ্যালো চায়না (পর্ব-৯৮)
০৭টা এটিএন বাংলা সংবাদ
০৮টা ধারাবাহিক নাটত ‘রূপালী প্রান্তর’ (পর্ব-৩৯) রচনাঃ রিজওয়ান খান, পরিচালনাঃ কায়সার আহমেদ।
অভিনয়েঃ শহীদুজ্জামান সেলিম, মোশাররফ করিম, শখ, নিলয়, অহনা, আলভি, আখম হাসান, নোভা, ছন্দা, অরিন, চিত্রলেখা গুহ, বাবুল আহমেদ, তমালিকা, ওবিদ রেহান, সোহান খান, ইভানা, রিক্তা, সুস্মিতা, আব্দুর রাতিন, সুবর্না মজুমদার, শিরিন বকুল প্রমুখ।।
০৮টা৪০মিঃ ইফাদ মাল্টিপ্রোডাক্টস নিবেদিত ধারাবাহিক নাটক ‘ডিবি’ (পর্ব- ৪৬৯) রচনাঃ মাহবুবা শাহরীন,
পরিচালনাঃ জি এম সৈকত।
অভিনয়েঃ ডি এ তায়েব, সৈয়দ শুভ্র, ইউসুফ রাসেল, মিমো, ছবি, হীরা প্রমুখ।
০৯টা ২০মিঃ প্রতিদিনের ধারাবাহিক ‘লাইফ ইন এ মেট্রো’ (পর্ব-১২৯) রচনা- শফিকুর রহমান শান্তুনু, পরিচালনা- বি ইউ শুভ।
অভিনয়েঃ শর্মিলী আহমেদ, দিতি, শহীদুজ্জামান সেলিম, অরুণা বিশ্বাস, অপূর্ব, নীরব, নাজিরা মৌ, নেহা, নাঈম, তানভীর, ইমি, তমালিকা, হীরা, রুমা প্রমুখ।
১০টা এটিএন বাংলা সংবাদ
১০টা ৫৫মিঃ ধারাবাহিক ‘দহন’ (পর্ব-২৪৮) রচনা ও পরিচালনাঃ অরণ্য আনোয়ার।
অভিনয়েঃ আবুল হায়াত, জিতু আহসান, ফারহানা মিলি, শ্যামল মাওলা, প্রভা, প্রমূখ
১১টা ৩০মিঃ ধারাবাহিক নাটক ‘নীড় খোঁজে গাঙচিল’ (পর্ব ৫২০), রচনা ও পরিচালনাঃ মোহন খান।
অভিনয়েঃ শাহেদ শরীফ খান, মীর সাব্বির, শোয়েব, হাসান মাসুদ, আরফান, চাঁদনী, নওশিন, সাবাবা মোহন, মিতা নূর, সোমা, ফারজানা ছবি, মাহমুদজ্জামান সেলিম প্রমুখ।
১২টা সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান ‘পাওয়ার টক শো’ সরাসরি সম্প্রচার। উপস্থাপনা ও পরিচালনা- জ. ই. মামুন।
০১টা এটিএন বাংলা সংবাদ
০১টা ২০মিঃ প্রাণ চানাচুর নিবেদিত ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান ‘সিনে মিউজিক’ (পর্ব-৫৭৯)
[প্রতি ঘন্টার সংবাদ : সকাল ৭টা, ৮টা, ১১টা, দুপুর ১২টা, ১টা, বিকেল ৩টা ও ৪টা। ইংরেজী সংবাদ সকাল ৯টা ও সন্ধ্যা ৬টা]
এবিএন/জসিম/ইতি