![সীমান্তে গরু ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা বিএসএফের](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/01/07/bsf-killed_55084.jpg)
চুয়াডাঙ্গা, ০৭ জানুয়ারি, এবিনিউজ : কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে কিশোরী ফেলানী খাতুনকে হত্যার ছয় বছর পূর্তির দিনে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চাকুলিয়া সীমান্তে বকুল মন্ডল (৩৮) নামে বাংলাদেশি এক গরু ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। আজ শনিবার ভোরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত বকুল মন্ডল দামুড়হুদা উপজেলার ফুলবাড়ি গ্রামের মৃত সদা আলী মন্ডলের ছেলে। বিজিবির পক্ষ থেকে হত্যার ঘটনার কড়া প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।
বিজিবি ও স্থানীয়রা জানায়, শুক্রবার মধ্যরাতে বকুল মন্ডলসহ ৫/৬ জন গরু ব্যবসায়ী সীমান্তে গরু আনতে যায়। ভোরে তারা বাংলাদেশি সীমান্তের ৮৮ নং মেইন পিলারের কাছে অবস্থান করার সময় ভারতের মালুয়াপড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদেরকে ধাওয়া দেয়। এ সময় অন্য সদস্যরা পালিয়ে প্রাণে রক্ষা পেলেও বিএসএফ বকুলকে ধরে নির্যাতন শুরু করে।
আফসার আলী নামে বকুলের এক সহযোগী জানান, আটকের পর বিএসএফ সদস্যরা রাইফেলের বাট দিয়ে বকুলকে নির্মমভাবে পেটাতে থাকে। ভোর ৬টার দিকে তাকে মূমূর্ষ অবস্থায় সীমান্তের বাংলাদেশি অংশে ফেলে রেখে যায় বিএসএফ। পরে গ্রামবাসী তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে বকুল মন্ডল মারা যায়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আমির মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই হত্যাকাণ্ডের কড়া প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আমন্ত্রণ জানানো হয়েছে।
সীমান্ত হত্যার নানা ঘটনার মধ্যে এর আগে, ২০১১ সালের ৭ জানুয়ারি কিশোরী ফেলানী হত্যা নিয়ে আলোচনা হয়েছে সবচেয়ে বেশি। কাঁটাতারের বেড়ায় নিরস্ত্র ফেলানীর মরদেহ ঝুলে থাকার ছবি প্রকাশ হলে সারা বিশ্বেই এ নিয়ে আলোচনা হয়। এই কিশোরী হত্যার ছয় বছর পূর্তির দিন কুড়িগ্রাম ও রাজধানীসহ বিভিন্ন স্থানে সীমান্ত হত্যা নিয়ে নানা কর্মসূচি পালনের মধ্যেই চুয়াডাঙ্গা সীমান্তে এই হত্যা হলো।
এবিএন/জনি/জসিম/জেডি