![পদ্মায় স্পিডবোট ডুবি: ৩ জনের মরদেহ উদ্ধার](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/01/07/madaripur-map_55126.jpg)
মাদারীপুর, ০৭ জানুয়ারি, এবিনিউজ : মাদারীপুরের পদ্মা নদীতে একদিন আগে স্পিডবোট ডুবিতে নিখোঁজ ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দিনের পৃথক সময়ে এসব মরদেহ উদ্ধার করা হয়। শিবচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
যাদের মরদেহ উদ্ধার করা হয়েছে তারা হলেন, বশিাল বিমান বন্দর থানার পূর্ব রহমতপুর গ্রামের মিলন মৃধার ছেলে মনোয়ার মৃধা (১৮), শিবচর উপজেলার কাঠালবাড়ি ইউনিয়নের তালতল গ্রামের আবদুর রহিম মাদবরে ছেলে ইব্রাহিম মাদবর (২০), ফরিদপুরের ভাঙ্গার পুলিশ কনস্টেবল হায়দার হোসেনের স্ত্রী হোসনে আরা লিপি (৩২)। শনিবার বিকালে কাওড়াকান্দি ঘাটের অদূরে তাদের লাশ পাওয়া বলে শিবচর থানার এএসআই আলমগীর হোসেন জানান।
শুক্রবার সকালে শিমুলিয়া থেকে আসা যাত্রীবাহী স্পিডবোট কাওড়াকান্দি ঘাটের কাছাকাছি আসলে কাওড়াকান্দি থেকে আসা যাত্রীবাহী স্পিডবোটের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় উভয় বোট পানিতে ডুবে যায়। এ ঘটনায় কয়েকজন সাঁতরে উপরে উঠলেও বাকিরা নিখোঁজ হন। ঘটনার পর লিপি বেগম (৩৫) নামের এক নারী নিখোঁজ রয়েছেন বলে ওই স্পিডবোটযাত্রীর ভাই সফিকুল ইসলাম দাবি করেছেন।
শিবচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা বলেন, ‘ধারণা ছিল একজন নিখোঁজ রয়েছে। সেভাবে তল্লাশি চলছিল। সকালে আরও একজনের পরিবার নিখোঁজের তথ্য জানায়। আরেকজন সাংবাদিকদের কাছে তার ভাই নিখোঁজের বিষয়টি জানায়।’
পরে তল্লাশি ও উদ্ধার অভিযান চালা হয়। বিকেলে এক নারীসহ দুই যুবকের মরদেহ পাওয়া যায়। স্বজনদের তথ্য ও পকেটে থাকা মোবাইল ফোনের মাধ্যমে মরদেহ শনাক্ত করা হয়।
এবিএন/জনি/জসিম/জেডি