শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

পদ্মা সেতুর সংযোগ সড়ক উদ্বোধন

পদ্মা সেতুর সংযোগ সড়ক উদ্বোধন

মাদারীপুর, ০৮ জানুয়ারি, এবিনিউজ : পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের জাজিরা সংযোগ সড়কের শিবচর-কাঁঠালবাড়ী অংশের উদ্বোধন হয়েছে। আজ রবিবার বেলা পৌনে ১২টার দিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মাদারীপুরের শিবচর গোলচত্বরে এ সংযোগ সড়ক উদ্বোধন করেন।

এ সময় সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বে সেতুর কাজ শুরু করেছি। সঠিক সময় সেতুর কাজ শেষ করব। জনসাধারণের কথা চিন্তা করে এই সংযোগ সড়কটি উদ্বোধন করা হলো। যার দৈর্ঘ্য ৮ কিলোমিটার।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের এমপি বিএম মোজাম্মেল হক ও মাদারীপুর-১ আসনের এমপি নূর-ই-আলম চৌধুরী।

পদ্মা সেতুর উন্নয়নমূলক কাজের জন্য আগামী ১৫ জানুয়ারি কাওড়াকান্দি ফেরি ঘাটটি কাঠালবাড়ি এলাকায় স্থানান্তর করা হবে। এ কারণেই এ অ্যাপ্রোচ সড়কটি খুলে দেয়া হয়েছে।

এবিএন/এসএ/জসিম/সাদিক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত