![নড়াইলে নিসচার উন্নয়ন মেলায় অংশগ্রহণ](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/01/09/dsc04484_55569.jpg)
নড়াইল, ০৯ জানুয়ারী, এবিনিউজ : নড়াইলের লোহাগড়া উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ চত্বরে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে। মেলায় বিভিন্ন স্টলে সরকারের নানা উন্নয়ন ও সেবামূলক কর্মকান্ড সম্পর্কে অবহিত করা হচ্ছে। এ উপলক্ষে আজ সোমবার সকাল ১১ টায় উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। র্যালিশেষে নড়াইল ২ আসনের এমপি এড. সেখ হাফিজুর রহমান প্রধান অতিথি হিসাবে মেলার উদ্বোধন করেন। অনষ্ঠিানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা, বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোস্তাইন বিল্লাহ, নিরাপদ সড়ক চাই নিসচার জেলা সভাপতি ও চেতনা অটো স্ট্রলের পরিচালক সৈয়দ খায়রুল আলম, পাইলট স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জামান প্রমুখ। এসময় বিভিন্ন দপÍরের কর্মকর্তাবৃন্দু,সরকারি বেসরকারি উন্নয়ন সংস্হা,শিক্ষক ছাত্রছাত্রীসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করে। নিরাপদ সড়ক চাই নিসচার জেলা শাখার পক্ষ থেকে ও মেলায় বিভিন্ন ভিডিও তথ্যচিত্রসহ লিপলেট বিতরণ করা হয়।
‘উন্নয়নের গণতন্ত্র, শেখ হাসিনার মূলমন্ত্র’-এ স্লোগানে আজ সোমবার নড়াইলের শিল্পকলা একাডেমি চত্বরে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে। মেলায় বিভিন্ন স্টলে সরকারের নানা উন্নয়ন ও সেবামূলক কর্মকান্ড সম্পর্কে অবহিত করা হচ্ছে। এ উপলক্ষে আজ সোমবার সকালে শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফসহ সরকারি-বেকরকারি পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধি, জনপ্রতিনিধিসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এবিএন/সৈয়দ খায়রুল আলম/জসিম/ইতি