শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

নড়াইলে অগ্নিকান্ডে ৪টি ঘর পুড়ে ছাই

নড়াইলে অগ্নিকান্ডে ৪টি ঘর পুড়ে ছাই

নড়াইল, ০৯ জানুয়ারী, এবিনিউজ : নড়াইলে অগ্নিকান্ডে তাওমিদ শেখ টিটোর চারটি ঘর পুড়ে গেছে। আজ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে নড়াগাতি থানার খাশিয়াল ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

খাশিয়াল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খাজা নাজিম উদ্দীনসহ ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা জানান, আগুনে ইটের দেওয়াল ও টিনের চারটি ঘর, ৫০ হাজার টাকা এবং অন্যান্য জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্টসাকিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।

প্রত্যক্ষদর্শী খাশিয়াল গ্রামের আরিফ শেখ সোহেল জানান, গোপালগঞ্জ থেকে ফায়ারসার্ভিস আসার আগেই আগুনে সবকিছু পুড়ে যায়। এছাড়া স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যর্থ হন।

এবিএন/সৈয়দ খায়রুল আলম/জসিম/ইতি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত