![নড়াইলে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা সমাপ্ত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/01/11/dsc04774_55963.jpg)
নড়াইল, ১১ জানুয়ারী, এবিনিউজ : ‘উন্নয়নের গণতন্ত্র, শেখ হাসিনার মূলমন্ত্র’-এ স্লোগানে নড়াইল এবং লোহাগড়া উপজেলার তিনদিন ব্যাপী উন্নয়ন মেলার সমাপ্ত হয়েছে। সমাপনি এবং পুরস্কার বিতরন উপলক্ষে লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ চত্বরে তিনদিনব্যাপী উন্নয়ন মেলার পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা। মেলায় বিভিন্ন স্টলে সরকারের নানা উন্নয়ন ও সেবামূলক কর্মকান্ড সম্পর্কে অবহিত করা হয় বলে মতামত ব্যাক্ত করেন বিভিন্ন দপ্তরের অফিসারগন। এ উপলক্ষে আজ বুধবার বিকাল ৪ টায় পুরস্কার বিতরণ অনষ্ঠিানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা, বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডার ফকির মফিজুল হক, উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডা. মোস্তাইন বিল্লাহ, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাহিদুল রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা বেগম, নিরাপদ সড়ক চাই নিসচার জেলা সভাপতি সৈয়দ খায়রুল আলম, জয়পুর ইউপির চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন, লোহাগড়া ইউপির চেয়ারম্যান সিকদার নজরুল ইসলাম, পাইলট স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জামান প্রমুখ। এসময় বিভিন্ন দপÍরের কর্মকর্তাবৃন্দু,সরকারি বেসরকারি উন্নয়ন সংস্থা, শিক্ষক ছাত্রছাত্রীসহ সাধারণ মানুষ। নিরাপদ সড়ক চাই নিসচার জেলা শাখার পক্ষথেকে মেলায় বিভিন্ন ভিডিও তথ্যচিত্র প্রদর্ষন লিপলেট বিতরন এবং ছাত্রছাত্রীদের সাঙ্গে সড়ক নিরাপত্তার বিষয়ে সচেতনতার বাস্তবতা তুলে ধরা হয়।
পরে উন্নয়ন মেলায় অংশগ্রহণকারি সকল স্টলসহ প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়সহ বিশেষ পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিগণ। মেলায় অংশগ্রহণকারি সড়ক নিরাপত্তামূলক সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই নিসচার নড়াইল জেলা শাখার সভাপতি সৈয়দ খায়রুল আলমকে বিশেষ পুরস্কার প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা ও মুক্তিযোদ্ধা কমান্ডার ফকির মফিজুল হক।
এবিএন/সৈয়দ খায়রুল আলম/জসিম/ইতি