![কোম্পানীগঞ্জে পুলিশের হাতে পুলিশ নাজেহাল](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/01/11/police.abnews24_55989.jpg)
কোম্পানীগঞ্জ, ১১ জানুয়ারি, এবিনিউজ : নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার সামনে আজ বুধবার বিকালে পুলিশের বিশেষ অভিযানে পোস্ট বসিয়ে গাড়ির কাগজপত্র চেক করার সময় মো. ইস্রাফিল নামে ফেনীর এক এসআইকে কোম্পানীগঞ্জ থানার পুলিশের হাতে নাজেহাল হতে হয়েছে।
পরে সন্ধ্যায় বিষয়টি আপষ-মীমাংসা করে দেন কোম্পানীগঞ্জ থানার ওসি সৈয়দ মো. ফজলে রাব্বী। জানা গেছে, আজ বুধবার বিকালে কোম্পানীগঞ্জ থানার সামনে এসআই সুমন বড়ুয়ার নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে মোটরসাইকেল আটক করে কাগজপত্র চেক করা হয়।
এসময় সাদা পোশাকে থাকা ফেনীতে কর্মরত এসআই ইস্রাফিলের মোটরসাইকেল আটক করা হয়। এরপর তার কাছে কাগজপত্র চাইলে তিনি ক্ষুব্ধ হয়ে নিজকে সেতুমন্ত্রীর লোক পরিচয় দেন।
তার গাড়ির সামনে-পেছনে পুলিশ লেখা দেখে বিশেষ অভিযানে থাকা পুলিশের সন্দেহ হয়। এসময় মোটরসাইকেলটি থানার মধ্যে নিয়ে গেলে এসআই ইস্রাফিল কোম্পানীগঞ্জ থানার এসআই সুমন বড়ুয়ার সঙ্গে প্রথমে বাগবিতণ্ডা ও পরে ধস্তাধস্তিতে লিপ্ত হন।
এ সময় এসআই সুমন বড়ুয়া বিশেষ অভিযানে কর্মরত আনসারদের দিয়ে এসআই ইস্রাফিলকে ঘাড় ধাক্কা দিয়ে টেনে হিঁচড়ে থানার ভিতরে নিয়ে যান।
বিষয়টি জানতে পেরে কোম্পানীগঞ্জ থানার ওসি সৈয়দ মো. ফজলে রাব্বী তার অফিসে বসে উভয়ের বক্তব্য শুনেন।
এসআই ইস্রাফিল তার অশোভন আচরণের জন্য দোষ স্বীকার করে দুঃখ প্রকাশ করেন। পরে ওসি উভয়ের মধ্যে আপষ মীমাংসা করে দেন।
এবিএন/শংকর রায়/জসিম