সোমবার, ০৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩১
logo

বান্দরবানে পাহাড় কাটার সময় যুবক নিহত

বান্দরবানে পাহাড় কাটার সময় যুবক নিহত

বান্দরবান, ১৩ জানুয়ারি, এবিনিউজ: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পাহাড় কাটার সময় মাটি ধসে মো. খায়রুল বাশার (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় আরও একজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিনগত রাতে উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নয়াপাড়া নামক এলাকায় এ দুঘর্টনা ঘটে। নিহত মো. খায়রুল বাশার নয়াপাড়া এলাকার মৃত সোনালীর ছেলে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার উপজেলার ঘুমধুম ইউনিয়নের নয়াপাড়া এলাকায় পাহাড় কাটার সময় মাটি ধ্বসে পড়লে ঘটনাস্থলেই খায়রুল বাশারের মৃত্যু হয়। এসময় গুরুতর আহত হন পাহাড় কাটার কাজে ব্যবহৃত ট্রাকের চালক সমীরণ বড়ুয়া (৫৫)। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এবিএন/মমিন/জসিম/এমআই

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত