![চাঁদপুরে নদী থেকে যুবকের লাশ উদ্ধার](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/01/13/julonto-lash2@abnews_56263.jpg)
চাঁদপুর, ১৩ জানুয়ারি, এবিনিউজ: চাঁদপুরে ডাকাতিয়া নদী থেকে অজ্ঞাত পরিচয়ে (৩০) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে শহরের চেয়ারম্যানঘাট এলাকা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
চাঁদপুর সদর মডেল থানার পরিদর্শক মো. হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, আজ সকালে ডাকাতিয়া নদীতে এক যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এবিএন/মমিন/জসিম/এমআই