শরীয়তপুর, ১৩ জানুয়ারি, এবিনিউজ : বাংলাদেশ পুলিশের প্রধান একেএম শহিদুল হক বলেছেন, জঙ্গী দমনে বাংলাদেশের পুলিশ আমেরিকা, কানাডা, বৃটেন, সুইজারল্যান্ডসহ বিশ্বের উন্নত দেশের চেয়েও বেশী সফলতার পরিচয় দিয়েছে। হলি আর্টিজানে জঙ্গী হামলার পর যে সকল বিদেশী নাগরিকেরা চলে গিয়েছিলেন পুলিশের সফলতায় তারা এখন আবার ফিরে আসতে শুরু করেছেন।
বাংলাদেশের প্রধান চ্যালেঞ্চ এখন জঙ্গীবাদ ও মাদক। এগুলোকে মোকাবেলা করতে হলে আমাদেরকে সচেতন হতে হবে, প্রতিটি পরবিারকে দায়িত্ব নিতে হবে তাদের সন্তানদের সচেতন করতে। তিনি বলেন, এদেশে যারা স্বাধীনতার বিরুদ্ধে কাজ করেছে তাদের মাধ্যমেই জঙ্গীবাদের উত্থান হয়েছে। তাদের ছার দেয়া হবেনা। জঙ্গীবাদ ও স্বাধীনতা বিরোধীদের কাছে পুলিশ কখনো মাথানত করবেনা।
‘আমার গ্রাম আমার দেশ, গড়বো সুখের বাংলাদেশ’ এই স্বপ্নকে সামনে নিয়ে শরীয়তপুরের লাকার্তা ফাউন্ডেশন গ্রাম দিবস উদযাপন অনুষ্ঠানে শুক্রবার দুপুরে শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার লাকার্তা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে গ্রাম দিবসের উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ পুলিশের আইজিপি এ.কে.এম. শহীদুল হক এসব কথা বলেন।
লাকার্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মঞ্জুরুল হক সিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. নূরুল আমিন বেপারী, বে গ্রুপের চেয়ারম্যান শামসুর রহমান (শাহজাদা মিয়া), শরীয়তপুর জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার প্রমুখ। গ্রাম দিবস উপলক্ষ্যে লাকার্তা ফাউন্ডেশন ১০জন গ্রহহীনকে ৪ লাখ টাকা ব্যয়ে ঘর নির্মাণ, ১০ জন বেকার ও অসহায়কে জীবিকা নির্বাহের জন্য ১০টি গাভী ও ৬ শতাধিক অসহায় দরিদ্র রুগিদের বিনামূল্যে চশমা, ঔষধসহ চিকিৎসা সেবা প্রদান করে।
এসময় প্রধান অতিথির বক্তব্যে আইজিপি আরো বলেন, বাংলাদেশের পুলিশ সন্ত্রাস দমনে বিশ্বের রোল মডেল। সন্ত্রাস দমনে বাংলাদেশ পুলিশ বিশে^র বুকে নজির সৃষ্টি করেছে।
এবিএন/কাজী নজরুল ইসলাম/জসিম/রাজ্জাক