শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ‘ধর্মীয় অপব্যাখ্যা দিয়ে শিক্ষার্থীদের জঙ্গিবাদে আকৃষ্ট করা হচ্ছে’

‘ধর্মীয় অপব্যাখ্যা দিয়ে শিক্ষার্থীদের জঙ্গিবাদে আকৃষ্ট করা হচ্ছে’

‘ধর্মীয় অপব্যাখ্যা দিয়ে শিক্ষার্থীদের জঙ্গিবাদে আকৃষ্ট করা হচ্ছে’

গোপালগঞ্জ, ১৪ জানুয়ারি, এবিনিউজ : ধর্মীয় অপব্যাখ্যা দিয়ে শিক্ষার্থীদের জঙ্গিবাদে আকৃষ্ট করা হচ্ছে উল্লেখ করে র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, পবিত্র কোরআনের অপব্যাখ্যা করে যেভাবে জঙ্গিরা ইসলামকে কলুষিত ও রক্তাক্ত করছে, সেই বিষয়টাও মাদরাাসার শিক্ষক ও শিক্ষার্থীদের খেয়াল রাখতে হবে। তিনি বলেন, মাদরাসা বা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান যেন জঙ্গিবাদের সামর্থক না হয়ে যায় সেটা দেখার দায়িত্ব শিক্ষদের।

তিনি শনিবার দুপুরে গোপালগঞ্জ এসএস আলিয়া মাদরাসায় কম্পিউটার ও ল্যাপটপ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার এসএম এমরান হোসেন ও মাদরাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা জালালউদ্দিন বক্তব্য রাখেন।

এসময় র‌্যাব ডিজি বলেন, শিক্ষার্থীদের ভুল ব্যাখা দিয়ে হত্যা, খুন, রক্তপাতে দিক্ষিত করা হচ্ছে। । এসব বিপদগামীদের হাত থেকে ধর্মকে রক্ষা করতে হলে ইসলামী চিন্তাবিদদের দায়িত্ব নিতে হবে। তিনি বলেন, যারা মাদরাসায় পড়াশোনা করছে তাদের আইটি শিক্ষায় শিক্ষিত হতে হবে। তা’নাহলে তারা প্রান্তিক জনগোষ্ঠি হবে। আর তখনই তারা অর্থনৈতিক ও সামাজিকভাবে কোনঠাসা হয়ে পড়বে এবং জঙ্গিবাদে প্রবেশ করবে। পড়াশোনা শিখে যখন কিছু করতে পারে না তখন তারা ভুল পথে অগ্রসর হয়।

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত