রবিবার, ০৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • মাতৃভাষার পাঠ্য-পুস্তক পেয়ে মহাখুশি বান্দরবানের শিশুরা

মাতৃভাষার পাঠ্য-পুস্তক পেয়ে মহাখুশি বান্দরবানের শিশুরা

মাতৃভাষার পাঠ্য-পুস্তক পেয়ে মহাখুশি বান্দরবানের শিশুরা

বান্দরবান, ১৫ জানুয়ারী, এবিনিউজ : শিশু প্রত্যয় চাকামা, মংহাইনু মারমা এবং মোহন ত্রিপুরা এ প্রমথবারে সরকার কর্তৃক প্রণীত ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাতৃভাষার পাঠ্য-পুস্তক পেয়ে মহাখুশি। বান্দরবানের ইতিহাসে তারা এ প্রথমবার নিজেদের মাতৃভাষার পাঠ্য পুস্তক পেল পার্বত্য জেলা পরিষদের প্রাথমিক শিক্ষা বিভাগের উদ্যোগে বিতরণ কর্মসূচি থেকে। আজ রবিবার সকালে মাতৃভাষার এসব পাঠ্য-পুস্তক বিতরণ করা হয়।

সারাদেশের মত পার্বত্য চট্টগ্রামের তিন জেলা বান্দরবান, রাংগামাটি এবং খাগড়াছড়িতে প্রাথমকিভাবে চাকমা, মারমা, ত্রিপুরা এবং তনচংগ্যাসহ অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশু শিক্ষার্থীর মাঝে সরকারিভাবে প্রণীত মাতৃভাষায় রচিত পাঠ্য-পুস্তক বিতরণের অংশ হিসেবে আজ রবিবার সকালে বান্দরবান বংগবন্ধু মুক্তমঞ্চে আয়োজিত অনুষ্ঠানে ২৯জন শিশু শিক্ষার্থীর মধ্যে আনুষ্ঠানিকভাবে পাঠ্য-পুস্তক তুলে দেন পার্বত্য প্রতিমন্ত্রী বীল বাহাদুর এমপি। জেলা প্রথামকি শিক্ষা বিভাগ আয়োজিত এবং পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈ হ্লা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চাকমা,পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. নুরুল আবসার,পার্বত্য জেলা পরিষদ সদস্য ক্যসা প্রু মারমা ও চিংয়ং ¤্রাে, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনন্দ কিশোর সাহা ও প্রেসক্লাব সভাপতি আইমনুল ইসলাম বাচ্ছু।

অনুষ্ঠানে পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি বলেন,বর্তমান সরকারের সময়েই দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর শিশু শিক্ষার্থীদের জন্য জাতীয় শিক্ষাক্রমে অর্ন্তভুক্ত করা হয়েছে নিজ নিজ মাতৃভাষার পাঠ্য-পুস্তক। জেলায় বসবাসরত ১১টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশু শিক্ষার্থীদের সবার জন্যে পর্যায়ক্রমে পাঠ্য-পুস্তক প্রণয়ন ও বিতরণ করা হবে।

জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ সুত্র জানায়, প্রাথমিকভাবে জেলার ৭টি উপজেলায় ৪ হাজার ২৩৫ জন মারমা, ৮৮৫ জন ত্রিপুরা, ২০৮ জন চাকমা, ৭৩ জন তনচংগ্যা এবং ৫ হাজার ১২১ জন অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশু শিক্ষার্থরা পাঠ্য-পুস্তক পেয়েছে আজ রবিবার।

এবিএন/আব্দুর রহিম/জসিম/ইতি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত