শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • তে-ভাগা আন্দোলনের অগ্রপথিক অমল সেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মেলা

তে-ভাগা আন্দোলনের অগ্রপথিক অমল সেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মেলা

তে-ভাগা আন্দোলনের অগ্রপথিক অমল সেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মেলা

নড়াইল, ১৬ জানুয়ারী, এবিনিউজ : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাবেক সভাপতি, তে-ভাগা আন্দোলনের নেতা কমরেড অমল সেনের ১৪তম মৃত্যুবার্ষিকী ১৭ জানুয়ারি। ২০০৩ সালের ১৭ জানুয়ারি বার্ধক্যজনিত কারণে ঢাকা কমিউনিটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। নড়াইলের সীমান্তবর্তী যশোরের বাঁকড়ী বহুমুখি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে তাকে সমাধিস্থ করা হয়।

অমল সেন ১৯১৪ সালের ১৯ জুলাই নড়াইলের আউড়িয়া গ্রামে মামাবাড়িতে জন্মগ্রহণ করেন। আফরা গ্রামের (নড়াইল সদর) জমিদার বংশের সন্তান হয়েও খুব সাদাসিধে জীবনযাপন করতেন তিনি। শোষিত-নিপীড়িত কৃষক সমাজের অধিকার আদায়ে সচেষ্ট ছিলেন। কৃষকদের অধিকার আদায়ে তে-ভাগা আন্দোলনে অগ্রপথিকের ভূমিকা পালন করেন তিনি।

দলীয় সূত্রে জানা যায়, অমল সেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার দুপুর আড়াইটায় বাঁকড়ীতে অমল সেনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণসহ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনষ্ঠানের আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি। দ্বিতীয় দিন (বুধবার) চিত্রাঙ্কন, গণিত ও বক্তৃতা প্রতিযোগিতা এবং নারীর অধিকার বিষয়ক আলোচনা, সংগ্রামভিত্তিক চলচ্চিত্র প্রদশর্নী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। এছাড়া দুইদিনব্যাপী গ্রামীণমেলাও বসেছে।

এবিএন/সৈয়দ খায়রুল আলম/জসিম/ইতি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত