![নড়াইলে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/01/17/khun_57076.jpg)
নড়াইল, ১৭ জানুয়ারী, এবিনিউজ : নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ি ইউনিয়নের কদমতলী গ্রামে পারিবারিক কলহের জেরে গৃহবধূ কোহিনুর বেগমকে (২৬) পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় স্বামী মাসুদ শেখকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গতকাল সোমবার বিকেলে পারিবারিক কলহের জের ধরে স্বামী মাসুদ শেখ স্ত্রী কোহিনুরকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। কোহিনুরকে গুরুতর অসুস্থ অবস্থায় নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হলে আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়। এদিকে, স্ত্রী মৃত্যুর ঘটনায় মাসুদ বাড়ি থেকে পালিয়ে যান। পরে আজ মঙ্গলবার দুপুরে সদরের সিঙ্গাশোলপুর বাজার থেকে মাসুদকে গ্রেফতার করে পুলিশ।
কালিয়া থানার ওসি শেখ গনি মিয়া জানান, অভিযুক্ত মাসুদকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। লাশের ময়নাতদন্ত শেষ হয়েছে।
এবিএন/সৈয়দ খায়রুল আলম/জসিম/ইতি