![শেরপুরে লাঠির আঘাতে কলেজছাত্র নিহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/01/19/sherpur_57510.jpg)
শেরপুর, ১৯ জানুয়ারি, এবিনিউজ : জমির বিরোধের জেরে শেরপুরের নকলায় প্রতিপক্ষের লাঠির আঘাতে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। নিহত সজল (২২) ওই গ্রামের সুলতান মিয়ার ছেলে ও শেরপুর সরকারি কলেজের ছাত্র। অাজ বৃহস্পতিবার উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের কবুতরমারী গ্রামে এ ঘটনা ঘটে বলে নকলা থানার এসআই বন্দে আলী জানান।
এসআই বন্দে আলী জানান, ‘১৫ শতাংশ জমি নিয়ে প্রতিবেশী মোতালেবের সঙ্গে সুলতান মিয়ার বিরোধ চলছিল। আজ বৃহস্পতিবার দুপুরে মোতালেব তার তিন ছেলে ইসমাইল, ইব্রাহীম ও আল-আমীন, তার বোন আজু মালাকে ওই জমিতে যান। এ সময় সুলতান ও সজলের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে সজল আহত হন। পরে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।’
এসআই বন্দে আলী আরও জানান, এ ঘটনায় আজু মালা, ইব্রাহীমের স্ত্রী লাইলী বেগম ও মোতালেবের ছেলে আল-আমীনকে আটক করা হয়েছে।
এবিএন/জনি/জসিম/জেডি