শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

গোপালগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

গোপালগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

গোপালগঞ্জ, ২০ জানুয়ারি, এবিনিউজ : গোপালগঞ্জের কাশিয়ানীতে রিক্তা বেগম (২৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোর ৫ টার দিকে উপজেলার রামদিয়া বাজারের পাশে তিনতলা একটি ভবনের বাসা থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত রিক্তা বেগম উপজেলার ছোট বাহিরবাগ গ্রামের ফেরদাউস শরীফের স্ত্রী। তার সংসারে তিনটি সন্তান রয়েছে।

রামদিয়াপুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো: হাদী আব্দুল্লাহ জানান, ভোররাতে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে তিনতলা ভবনের একটি তালাবদ্ধ কক্ষে সিলিংয়ের সাথে গলায় শাড়ি কাপড় দিয়ে ঝুলন্ত অবস্থায় ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। নিহতের চাচাতো ভাই আবুল হাসান অভিযোগ করে বলেন, প্রায় তার বোন রিক্তাকে নির্যাতন করতো তার দুলাভাই ফেরদাউস। তাই ধারণা করা হচ্ছে আত্মহত্যা নয়, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এছাড়া ফেরদাউস শরীফ মাদকাসক্ত ছিল বলেও অভিযোগ করেন তিনি।

গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে পুলিশের ওই কর্মকর্তা জানান। ঘটনার পর থেকে রিক্তার স্বামী ফেরদাউস শরীফ পলাতক রয়েছেন।

এবিএন/লিয়াকত হোসেন লিংকন/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত