শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • মাদারীপুর জেলা কারাগারে কয়েদীর মাঝে শীতের পিঠা উৎসব

মাদারীপুর জেলা কারাগারে কয়েদীর মাঝে শীতের পিঠা উৎসব

মাদারীপুর জেলা কারাগারে কয়েদীর মাঝে শীতের পিঠা উৎসব

মাদারীপুর, ২০ জানুয়ারি, এবিনিউজ : মাদারীপুর জেলা কারাগারের বন্দিদের জন্য গতকাল বৃহস্পতিবার ছিল অন্যরকম একটি দিন। কারাগারের সকল কয়েদির মুখে ছিলো হাসি, হাতে ছিলো নানা ধরনের শীতের পিঠা। প্রায় ৫শ’ কারাবন্দির জন্য পিঠা খাওয়ার উৎসব আয়োজন করে কারা কর্তৃপক্ষ। তৃপ্তিসহকারে কারাবন্দিরা এ সুযোগ গ্রহণ করে। এ সময় জেলা কারাগারের সকল সংশিলিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন। মাদারীপুর জেলা কারাগারের জেলার মোঃ দিদারুল আলম জানান, কারাগারের বন্দিরা শীতের পিঠা খাওয়া থেকে বঞ্চিত থাকেন। তাই সকালে প্রায় ৪৯৯ জন কারাবন্দিকে শীতের পিঠা খেতে দেয়া হয়। এ পিঠা খেতে পেয়ে অনেক খুশি হন কয়েদিরা।

মাদারীপুর জেল সুপার মোঃ শহিদুল ইসলাম জানান, বিশেষ উদ্যেগে শীতের কয়েক রকম পিঠা তৈরী করে আজ ৪৯৯ কয়েদিদের মধ্যে বিতরন করা হয়। এ সময় তাদের মধ্যে উৎসাহ ও আনন্দ দেখা যায়। অনেকেই জেলের এ ব্যতিক্রমি খাবার খেয়ে তৃপ্ত। কয়েদিদের অনেক স্বজন কারাগারে দেখা করতে এসেছিলেন। উৎসবের কথা শুনে তারাও খুশি হন। কারণ অনেক কারাবন্দির বাড়ীর সাথে যোগাযোগ নেই। বা থাকলেও এরকম খাবার জেলে বসে পাওয়া দুস্কর।

এবিএন/সাব্বির হোসাইন/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত