![নড়াইলে শেষ হল সুলতান মেলায় ষাঁড়ের যুদ্ধ](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/01/20/narail pic 033_57703.jpg)
নড়াইল, ২০ জানুয়ারী, এবিনিউজ : বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ৭দিনব্যাপি সুলতান মেলার ৬ষ্ঠ দিন আজ শুক্রবার দুপুর থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই।
নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের কুড়িরডোপ মাঠে জেলা প্রশাসন ও এসএম সুলতান ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত জমজমাট ষাঁড়ের লড়াই দেখতে ভীড় করেছিলেন নড়াইল এর পার্শ্ববর্তী খুলনা, মাগুরা ও যশোর জেলার কয়েক হাজার দর্শক।
বিভিন্ন এলাকা থেকে আসা অর্ধশতাধিক ষাঁড় এ প্রতিযোগিতায় অংশ নেয়। সকাল থেকেই মাঠের চারিপাশে হাজার হাজার দর্শক উপস্থিত হয় প্রতিযোগিতা দেখার জন্য। উত্তেজনা আর ভয় নিয়ে দর্শকেরা হাজার বছরের পুরানো গ্রাম বাংলার এ ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই উপভোগ করেন। সমানে সমানে শুরু হয় দফায় দফায় লড়াই। এ সময় মাঠের চারিপাশে চলতে থাকে উৎসুক দর্শকদের উল্লাস।
প্রতিবছরই সুলতান মেলায় এ লড়াই এর আসর বসে। প্রতিবারই বাড়ছে প্রতিযোগিতায় অংশ নেয়া ষাঁড়ের সংখ্যা। আর দিন দিন সুলতান মেলায় উপভোগ্য হচ্ছে গ্রামের মানুষের প্রানের এ খেলা।
দর্শনার্থীরা বলছেন, এক সময়ে নড়াইলের বিভিন্ন এলাকায় ষাঁড়ের লড়াই মাঝে মধ্যে দেখা যেত। বর্তমানে গ্রামাঞ্চলে এ খেলা তেমন দেখা যায়না। সারা বছর অপেক্ষা করে থাকি কবে সুলতান মেলা হবে। আর এ ষাঁড়ের প্রতিযোগিতা উপভোগ করতে পারবো।
ক্রীড়া সংগঠক, সংস্কৃতি কর্মীসহ জেলার সকল প্রকার প্রশাসনিক কর্মকর্তারা দিনভর ব্যস্ত সময় কাটিয়েছেন এ প্রতিযোগিতাকে সুন্দর করে দেখানোর জন্য। মেলা আর খেলা উপভোগ আর অংশগ্রহণ করতে নড়াইলে এসেছিল বিভিন্ন জেলার মানুষেরা। সুলতান মেলার এই ব্যাপকতা আর শৃংখলা দেখে তারা মুগ্ধ। প্রতিযোগিতা শেষে বিজয়ী ষাঁড়ের মালিকদের হাতে পুরস্কার তুলে দেন আয়োজকরা।
এবিএন/সৈযদ খায়রুল আলম/জসিম/ইতি