শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • নড়াইলে সুলতান মেলার পঞ্চমদিনে ঘোড়ারগাড়ির দৌড় প্রতিযোগিতা

নড়াইলে সুলতান মেলার পঞ্চমদিনে ঘোড়ারগাড়ির দৌড় প্রতিযোগিতা

নড়াইলে সুলতান মেলার পঞ্চমদিনে ঘোড়ারগাড়ির দৌড় প্রতিযোগিতা

নড়াইল, ২০ জানুয়ারী, এবিনিউজ : নড়াইলে সপ্তাহব্যাপি সুলতান মেলার পঞ্চমদিন গতকাল বৃহস্পতিবার হয়ে গেল জমজমাট ঘোড়ারগাড়ির দৌড় প্রতিযোগিতা। বিকেলে শহরের রূপগঞ্জ কুরিরডোব মাঠে গ্রামবাংলার বিলুপ্তপ্রায় এ আয়োজনকে ঘিরে ছিল উৎসব মুখর পরিবেশ। কিংবদন্তী চিত্রশিল্পী এস এম সুলতানের স্মৃতির উদ্দেশ্যে প্রতি বছরের মতো জেলা প্রশাসন ও এস এম সুলতান ফাউন্ডেশন আয়োজিত সুলতান মেলার আনন্দ বিনোদনে নতুন মাত্রা যুক্ত হয় ঘোড়ারগাড়ির দৌড় প্রতিযোগিতাকে ঘিরে। প্রতিযোগিতায় অংশ নিতে বিভিন্ন এলাকা থেকে আসা প্রতিযোগীরা মাঠের এক প্রান্তে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে অয়োজকদের বাঁশিবাজর অপেক্ষায় টান টান উত্তেজনা নিয়ে অপেক্ষা করতে থাকেন। রেফরীর বাঁশির সঙ্গে সঙ্গে শাওয়াররা নিজ নিজ ঘোড়া ছুটিয়ে বিজয়ের লক্ষ্য ছুটে চলেন উর্ধ্বশ্বাসে। দুর্বার গতিতে ছুটে চলার অভূতপূর্ব এ দৃশ্য উচ্ছসিত করে তোলে সবাইকে। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ প্রতিযোগিতাকে ঘিরে বেলা গড়াতেই দুর-দূরন্ত থেকে নারি-পুরুষ নির্বিশেষে নানা বয়সের মানুষের ঢল নামে কুরিরডোব মাঠে। ব্যতিক্রমি এ আয়োজন উপভোগ করতে আসা দর্শনার্থীরা জানান তাদের ভাললাগার অভিব্যক্তি।

এবিএন/সৈয়দ খায়রুল আলম/জসিম/ইতি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত