শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

জকিগঞ্জে প্রবাসীর ছেলেকে কুপিয়ে জখম

জকিগঞ্জে প্রবাসীর ছেলেকে কুপিয়ে জখম

সিলেট, ২১ জানুয়ারি, এবিনিউজ : সিলেটের জকিগঞ্জে আহমদ হোসেন (২২) নামে এক প্রবাসীর ছেলেকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় এই ঘটনা ঘটে। আহত হোসেন জামুরাইল গ্রামের প্রবাসী আব্দুল জলিলের ছেলে।

জানা যায়, হোসেনকে তার চার চাচা (আব্দুল লতিফ, আব্দুল বাসিত, আব্দুল মুনিম ও আব্দুল হাসিব) ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পুকুর পাড়ে ফেলে দেয়। এরপর তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে জকিগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রাত ১২টার দিকে তার কয়েক দফা অস্ত্রোপচার করা হয়েছে বলে চিকিৎসকের বরাত দিয়ে তার চাচা শহিদ জানান। জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাওলাদার বলেন, আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

এবিএন/শংকর রায়/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত