![মাদারীপুরের শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/01/21/madaripur nabin sangha youth and education elements of a reception organized by the talented and brilliant students bitarana_57831.jpg)
মাদারীপুর, ২১ জানুয়ারী, এবিনিউজ : মাদারীপুর জেলা শহরের পাকদী এলাকায় নবীণ যুব সংঘের আয়োজনে গতকাল শুক্রবার বিকালে মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
প্রবাসী আনোয়ার দেওয়ান, সাইদুল হক ফরাজী, রহুল আমিন ফরাজী, সবুজ আলম এর আর্থিক সহযোগীতায় মো. সাব্বির হক ফরাজীর সার্বিক ব্যবস্থাপনায় ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপদেশ মূলক বক্তব্য রাখেন, মাদারীপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. খলিলূর রহমান, বিশেষ অতিথি ছিলেন জাকির হাওলাদার। এবং পাকদী এলাকার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এই কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ সমাগ্রী বিতরণ অনুষ্ঠানটি সফল করতে সার্বিক সহযোগীতা করেন আরিফুজ্জামান লিটন, ইকবাল মাহমুদ, মো. সাইফুল ইসলাম ও মো. রুমান।
এবিএন/সাব্বির/জসিম/ইতি