
বান্দরবান, ২১ জানুয়ারী, এবিনিউজ : বান্দরবানের কেরানিহাট-বান্দরবান সড়কে শ্রমিকবাহী ট্রাক উল্টে ১০ জন আহত হওয়ার খবর পাওয়াগেছে। আজ শনিবার সকালে বান্দরবান-কেরানীহাট সড়কের লাল ব্রিজের পাশে বনপ্রপাত এলাকায় ঘটনাটি ঘটেছে।
সকালে চট্টগ্রামের চকবাজার এলাকা হতে ২৩ জন শ্রমিক ও নির্মাণ কাজের সরঞ্জাম নিয়ে বান্দরবান শহরে আসার পথে বনপ্রপাতের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কেই উল্টে যায়।
ঘটনার খবর পেয়ে দমকল বাহিনী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর তাদের দ্রুত চট্রগাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বান্দরবান সদর হাসপাতালের আরএমও।
আহতরা হলেন নাদের আলী ২২, মোঃসামশু ৪৮, মোঃ জাহাঙ্গীর ২৪, মোঃ ফিরোজ ২৫, মোঃ ইসহাক ৫০, মোঃ সাঈদ ৫৫, এবং মারুফ খান ২৫। বাকীদের নাম জানা যায়নি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিক উল্লাহ্ জানান, বান্দরবান সদর হাসপাতালে নির্মাণ কাজের জন্য চট্টগ্রাম হতে ট্রাকে করে শ্রমিক নিয়ে আসার সময় সকাল সাড়ে ৯টা দিকে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়।
এবিএন/আব্দুর রহিম/জসিম/ইতি