![বরগুনায় নারী ও শিশু ট্রাইব্যুনালে এক বছরে মামলা নিস্পত্তি](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/01/23/abnews24_58164.jpg)
বরগুনা, ২৩ জানুয়ারি, এবিনিউজ : বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সাড়ে তিন হাজার মামলার মধ্যে এক বছরে এক হাজারের বেশী মামলায় রায় প্রদান করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা জজ মো. জুলফিকার আলী খান। আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২০ জানুয়ারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জুলফিকার আলী খান যোগদান করেন। ২০১৭ সালের ২০ জানুয়ারী পর্যন্ত দীর্ঘ এক বছরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ৩ হাজার ৬৮০ টি মামলার মধ্যে ১ হাজার ৪ টি মামলা নিস্পত্তি করেছেন। এখনও ২ হাজার ৬৭৬ টি মামলা বিচারাধীন রয়েছে। মামলার মধ্যে রয়েছে নারী ও শিশু, নারী ও শিশু এমপি, মানব পাচার, জুবিনাইল ও দায়রা। এর মধ্যে নারী ও শিশু ২ হাজার ৮৩০, নারী ও শিশু এমপি-৭৫৬, মানবপাচার-৯২, জুবিনাইল-০১, দায়রা-০১। নিস্পত্তি মামলায় ১ হাজার ৪৮২ জন সাক্ষীর সাক্ষ্য রেকর্ড করেছেন।
এবিএন/তরিকুল ইসলাম/জসিম/অসীম রায়