নড়াইল, ২৪ জানুয়ারি, এবিনিউজ : নড়াইলে গ্রামীণ ব্যাংক মাইজপাড়া শাখায় ডাকাতির ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
ব্যাংকের শাখা ব্যবস্থাপক বাদী হয়ে গতকাল রবিবার (২২ জানুয়ারি) রাত ৮টার দিকে অজ্ঞাত ৫ জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ব্যাংক ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে গত রবিবার রাতে দু’জনকে গ্রেফতার করে আজ সোমবার আদালতে পাঠানো হয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম ও পরিচয় বলা যাচ্ছে না।
ব্যাংকের শাখা ব্যবস্থাপক রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, রবিবার বিকেল ৪টার দিকে মাইজপাড়া বাজার এলাকায় ব্যাংকের নিজস্ব ভবনে ১৮ থেকে ২০ বছরের (আনুমানিক) পাঁচ যুবক হাঁটতে হাঁটতে ভেতরে প্রবেশ করে। তারা প্রথমে আমাদের সঙ্গে কথা বলতে চায়। পরে পাঁচটি পিস্তল উঁচিয়ে সবাই জিম্মি করে। এ সময় ৮ কর্মকর্তা-কর্মচারী এবং ২ জন গ্রাহক অফিসে ছিলেন। অস্ত্রধারীরা টাকা লুট করতে চাইলেও ব্যাংকের ভোল্টে কোনো টাকা ছিল না। আদায়কৃত (গ্রাহকদের কাছ থেকে) তিন লাখ এবং জনতা ব্যাংক মাইজপাড়া শাখা থেকে উত্তোলনকৃত দুই লাখ টাকা গ্রাহকদের মাঝে ঋণ হিসেবে প্রদান করে ১৭ হাজার টাকা উদ্বৃত্ত ছিল। ওই টাকা (১৭ হাজার টাকা) দুপুরে আবার জনতা ব্যাংকে জমা করে আসা হয়। তবে, কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত প্রায় ২৫ হাজার টাকা লুটসহ দু’জন মাঠকর্মীর কাছ থেকে চাবি ছিনিয়ে দুটি মোটরসাইকেল (হিরো হোন্ডা ও বাজাজ প্লাটিনা) এবং আমাদের ব্যবহৃত ৭টি মোবাইল ফোন নিয়ে যায় তারা। পরে ছিনতাইকৃত মোটরসাইকেল চেপে ওই ৫ যুবক নড়াইলের দিকে পালিয়ে যায়। অস্ত্রধারী ৫ যুবকের মধ্যে একজনের মুখ কিছুটা ঢাকা থাকলেও অন্যদের মুখ খোলা ছিল। এ ছাড়া সবার কাঁধে ব্যাগ ঝোলানো ছিল। তবে, ব্যাংকে কোনো সিসি ক্যামেরা ছিল না।
এবিএন/সৈয়দ খায়রুল আলম/জসিম/সাদিক