বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

বরগুনায় ইয়াবাসহ মাদক সম্রাট আটক

বরগুনায় ইয়াবাসহ মাদক সম্রাট আটক

বরগুনা, ২৬ জানুয়ারি, এবিনিউজ : গতকাল বুধবার দিবাগত রাত ১১টার দিকে বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের শিংড়াবুনিয়া এলাকার হাওলাদার বাড়ির নিজগৃহে অভিযান চালিযে সুমন হাওলাদার নামক দুর্ধর্ষ এই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানান অভিযান পরিচালনাকারীদের অন্যতম ও ঘটনাস্থলে উপস্থিত থাকা এসআই মোঃ আবু জাফর।

পুলিশ জানায়, আটককৃত সুমন হাওলাদারের পকেটে ও তার বাসভবনে তল্লাসী করে বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখা ১৪০০ পিস ইয়াবা খুঁজে পায় তারা। এসময় ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় জনগনের সামনে খুঁজে পাওয়া ১৪০০ পিস ইয়াবা ট্যাবলেট (যার মোট ওজন ১২৬ গ্রাম এবং স্থানীয় বাজারমূল্য আনুমানিক ০৫ লক্ষ ষাট হাজার টাকা) জব্দ করতে সমর্থ হয়। এসময় মাদক সেবন ও প্যাকেটজাত করার বিভিন্ন সরঞ্জামাদিও জব্দ করা হয়। একইসাথে তার বাড়িতে লুকিয়ে রাখা তিনটি দেশীয় অস্ত্র আটক করে পুলিশ।

পুলিশ সূত্রে আরও জানা যায়, সুমন হাওলাদার বরগুনা জেলার প্রতিষ্ঠিত মাদক ব্যবসায়ী। এবং সে সহ একটি চক্র বেশ কয়েক বছর ধরে জেলাব্যাপী নেটওয়ার্ক তৈরী করে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিলো। সে জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছে ইয়াবার চালান দিত। এবং ধুর্ততার সাথে কোন মামলার আসামী হওয়া থেকে সে বিভিন্ন সময এড়িয়ে গেছে। তাই জেলা পুলিশ সুপার বিজয় বসাকের নির্দেশে এবং অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদের সার্বিক তত্বাবধানে গোয়েন্দা পুলিশ এই অভিযান পরিচালনা করে। পুলিশ সূত্রে এমন তথ্য নিশ্চিত হওয়া যায়।

আর আটককৃত সুমন হাওলাদারকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য যোগারের পাশাপাশি মাদক বিরোধী এই অভিযান আরও জোরদারভাবে চলমান থাকবে বলে জানান, গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শেখ আব্দুল্লাহ। বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক পিপিএম বলেন, সকল প্রকার মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পাশাপাশি বরগুনা জেলাকে মাদকমুক্ত করার জন্য এই অভিযান।

এবিএন/তরিকুল ইসলাম/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত