সেনবাগ (নোয়াখালী), ২৬ জানুয়ারি, এবিনিউজ : সেনবাগের জনপ্রিয় আত্ম অধিকার পত্রিকার সম্পাদক ও প্রকাশক গোলাম মোর্তুজা আজ বৃহস্পতিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাইহীর রাজিউন)। সকালে বুকে ব্যাথা উঠলে তাকে প্রথমে সেনবাগ সেন্ট্রাল হাসপাতালে পরে চৌমুহনী লাইফ কেয়ারে অবশেষে মাইজদী সরকারি হাসপাতালে নেওয়া পথে সকাল ১১টা ৪৫মিনিটে তিনি মারা যান। রাত রাত সাড়ে ৮টায় তার নিজ গ্রামের বাড়ি চাঁদপুর হাই স্কুল মাঠে মরহুমের জানাযা শেষে দাফন সম্পূর্ণ করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
এবিএন/ফিরোজ আলম/জসিম/রাজ্জাক