![পাবনায় সড়ক দুর্ঘটনায় ৩](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/01/27/pabnna_59051.jpg)
পাবনা, ২৭ জানুয়ারি, এবিনিউজ : পাবনা-ঢাকা মহাসড়কের দুলাই নামক স্থানে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট শহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, ঢাকা থেকে ছেড়ে আসা একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন ১৩-৩৫১২) পাবনার দিকে যাচ্ছিল। পথিমধ্যে সকাল ৭টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের সুজানগর উপজেলার দুলাই নামক স্থানে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারালে পাশের একটি গাছের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই পিকআপে থাকা তিনজন নিহত হয়। খবর পেয়ে মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে।
গাড়িতে বৈদ্যুতিক সরঞ্জাম থাকায় পুলিশের ধারণা পিকআপটি কোনো পল্লী বিদ্যুৎ সমিতির মালামাল নিয়ে যাচ্ছিল।
এবিএন/জনি/জসিম/জেডি