![বরগুনা জলো খাদ্যগুদাম শ্রমকি ইউনয়নরে নর্বিাচন হয়নি](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/01/28/abnews24_59219.jpg)
বরগুনা,২৮ জানুয়ারি, এবিনিউজ : বরগুনা জলো খাদ্যগুদাম শ্রমকি ইউনয়িনরে নর্বিাচন করতে পারনেি র্বতমান নর্বিাচন পরচিালনা কমটি। গতকাল শুক্রবার ভোট গ্রহনরে কথা থাকলওে তা করতে পারনেি সংগঠনট।জানা যায়, শ্রমীকদরে না যানয়িে কাগজ কলমে নতুন কমটিি তারা করতে চাইছলিনে।কন্তি তা তারা করতে পারনে। শ্রমীক ইউনয়িনরে গঠনতন্ত্র অনুযায়ী দুবছর পরপর ম্যানজেংটি কমটিরি নর্বিাচন করার কথা।এসময় শ্রমীকদরে নয়িা সমাবশে করে তফসলি দয়োর বধিান রয়ছে। তা অনুসরন না করে প্রকৃত ভোটারদরে নাম ভোটার লস্টি থকেে বাদ দয়িে র্বতমান সভাপতি আ. লতফি মুসুল্লি তার আত্মীয় স্বজনদরে নাম ভোটার তালকিায় অন্তভূক্ত করনে।এসময় কথা হয় শ্রমীক ইউনয়িনরে সদস্য খান জাহান, মো. ছগরি বপোরী, জুয়লে ময়িা, মো. মোস্তফা গাজী, মো. মাসুদ ময়িা, ছোহরাফ, নুরুল ইসলাম, বশরি, ইব্রাহীম ও শ্রী বনিয়সহ অনকে শ্রমীকরে সাথে তাদরে সকলরে অভযিোগ তারা নর্বিাচনরে ব্যাপারে কছিুই জাননো। তাদরে দাবী সকল শ্রমীকদরে নয়িা সমাবশে করে ভোটার তালকিা হালনাগাদ করে গ্রহন যোগ্য নর্বিাচন দতিে হব।এসময় তারা আরো বলনে র্বতমান সভাপতি লতফি মুসুল্লী তার পসন্দরে লোকজন ভোটার তালকিায় অন্তভূক্ত করছেনে। এবং প্রকৃত শ্রমীকদরে নাম তালকিা থকেে বাদ দয়িছেনে।অবধৈ ও লতফি মুসুল্লরি পসন্দরে লোকজন নয়িা গোপনে একটি কমটিি করে তা শ্রমীক ইউনয়িনে জমা দয়িে অনুমোদন আনতে চাইছলিনে।একটু সূত্র জানায়, গত ৫ জানুয়ারী বরগুনা জলো খাদ্যগুদাম অফসি কক্ষে এক গোপন মটিংয়রে মাধ্যমে কাগজ কলমে তফসলি ঘোষনা করনে।কন্তি শ্রমকিদরে তা অবহতি করা হয়নি বলে শ্রমকিদরে অভযিোগ।তফসলি অনুযায়ী ১২জানুয়ারী মনোনয়ন পত্র বক্রিি ১৫জানুয়ারী মনোনয়ন পত্র জমা ১৭ জানুয়ারী বাছাই ২০ জানুয়ারী প্রত্যাহার ২২ জানুয়ারী প্রতীক বরাদ্দ এবং ২৭ জানুয়ারী নর্বিাচন।নর্বিাচন পরচিালনার জন্য ৩সদস্য বশিস্টি নর্বিাচন কমশিন গঠন করনে। কন্তি শ্রমীকদরে অভযিোগ এসব খবর তারা কছিুই জাননেনা।শুক্রবার সকালে কথা হয় প্রধান নর্বিাচন পরচিালনা কমটিরি সভাপতি খললিুর রহমানরে সাথে তনিি এসময় বলনে, ভোট গ্রহনরে কথা আজ ছলিো কন্তিু তা আজ হবনো। পরে জানানো হবে কবে ভোট গ্রহন করতে পারবো।শ্রমকিদরে কনে অবহতি করা হয়নি জানতে চাইলে তনিি বলনে, এসব কথা পরে আলোচনা করবো আমি একটু ব্যাস্ত আছি বলে ফোন কটেে দনে।বরগুনা খাদ্যগুদামরে ভারপ্রাপ্ত র্কমর্কতা মো. মোশারফ হোসনে বলনে, আমার এখানে র্কমরত শ্রমীকদরে ভোটগ্রহন হলে আমারতো জানার কথা। কন্তি কউে আমাকে অবহতি করনে। আর ভোট গ্রহনও হয়নি।
এবিএন/তরিকুল ইসলাম/জসিম/অসীম রায়